বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
কুড়িগ্রামের উলিপুরে পারিবারিক কলহের জেরে শাহেরা বেগম (৩৫) নামে তিন সন্তানের এক জননী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। শনিবার (৪জুন) সকাল ৭টার দিকে ব্রহ্মপুত্র নদ বেষ্টিত বাবুর চর এলাকায় এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন থানার ওসি ইমতিয়াজ কবির।
স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার বুড়াবুড়ি ইউনিয়নের জলঙ্গারকুঠির বাসিন্দা মহুবর আলী ব্রহ্মপুত্র নদের ভাঙনের শিকার হয়ে ওই এলাকার সীমানা লাগোয়া হাতিয়ার বাবুর চরে বসবাস করে আসছেন। গত কয়েকদিন ধরে মহুবর ও শাহেরা বেগমের মধ্যে মনমালিন্য চলে আসছে। এরই জেরে শনিবার সকালে সবার অজান্তে ঘরের মাঁচার উপর আঁড়ার সাথে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন শাহেরা।
উলিপুর থানার ওসি ইমতিয়াজ কবির বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেয়া হয়ে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।