নারী দিবস ম্যারাথনে পাপিয়া চ্যাম্পিয়ন
‘নিরাপদ সমাজ, নিরাপদ নারী’-স্লোগানে অনুষ্ঠিত নারী দিবস রেগুলার ম্যারাথনে রেগুলার বাংলাদেশের পাপিয়া খাতুন চ্যাম্পিয়ন, হামিদা
দেশের কৃতি পুরুষ সাঁতারু আরিফুল ইসলাম ও জুয়েল আহমেদের পর এবার বিশ্ব সাঁতার চ্যাম্পিয়নশিপে খেলতে নেমে জাতিকে হতাশ করলেন লাল-সবুজের সেরা নারী সাঁতারুদের অন্যতম জুনাইনা আহমেদ। যিনি দেশে সর্বশেষ জাতীয় চ্যাম্পিয়নশিপে আটটি রেকর্ডসহ নয় ইভেন্টে স্বর্ণপদক জিতে সবাইকে চমকে দিয়েছিলেন। স্বাভাবিকভাবেই এই জুনাইনাকে নিয়ে বিশ্ব সাঁতার চ্যাম্পিয়নশিপে প্রত্যাশা ছিল সবার। কিন্তু তিনি প্রতিযোগিতার ২০০ মিটার বাটারফ্লাইয়ের হিটে ৩৩ জনের মধ্যে ৩২তম হয়ে চরম ব্যর্থতার পরিচয় দিয়েছেন। বুধবার দক্ষিণ কোরিয়ার গুয়াংজুতে পুলে নেমে ২ মিনিট ৩৪ দশমিক ৯৫ সেকেন্ড সময় নিয়ে সাঁতার শেষ করেন লন্ডন প্রবাসী জুনাইনা। হিট পেরিয়ে শেষ চারে উঠে আসা ১৬ সাঁতারুর মধ্যে সর্বশেষ জনের টাইমিং ২ মিনিট ১০ দশমিক ৬৩ সেকেন্ড। হ্যান্ড টাইমিংয়ে অনুষ্ঠিত জাতীয় চ্যাম্পিয়নশিপে ২ মিনিট ৩৪ দশমিক ১৪ সেকেন্ড সময় নিয়ে রেকর্ড গড়েছিলেন জুনাইনা। এর আগে চলমান বিশ্ব সাঁতার চ্যাম্পিয়নশিপের দুই ইভেন্টে বাংলাদেশের দুই সাঁতারু জুয়েল আহমেদ ও আরিফুল ইসলাম হিটে নিচের দিকে থেকে বিদায় নেন। পুরুষদের ১০০ মিটার ব্যাকস্ট্রোকে ১ মিনিট ৫ সেকেন্ড সময় নিয়ে ৬৩ প্রতিযোগীর মধ্যে ৬২তম হন জাতীয় চ্যাম্পিয়নশিপে পাঁচটি রেকর্ড গড়ে সোনা জেতা জুয়েল। আর ১০০ মিটার ব্রেস্টস্ট্রোকে ১ মিনিট ৭ দশমিক ৭৪ সেকেন্ড সময় নিয়ে ৮৭ প্রতিযোগীর মধ্যে ৭৮তম হন আরিফুল ইসলাম। যিনি জাতীয় চ্যাম্পিয়নশিপে তিনটি রেকর্ডসহ পাঁচটি সোনা জিতেছিলেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।