Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

কন্যাকে সাঁতার শিখাচ্ছেন জুকারবার্গ

প্রকাশের সময় : ২৬ জানুয়ারি, ২০১৬, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : এই তো সেদিন পৃথিবীতে এসেছে ফুটফুটে শিশুটি। পিট পিট করে এদিক ওদিক তাকাচ্ছে। নাম তার ম্যাক্স। আর তার বাবা মার্ক জুকারবার্গ! তো এই বাবা-মেয়ে মিলে অসাধ্য কিছু সাধন করলে অবাক হবেন না, ঠিক আছে। তাহলে এবার বাবা জুকারবার্গ তার কন্যাকে নিয়ে কী করছেন? না, তেমন কিছু না। কন্যাকে সাতার শেখাতে সুইমিং পুলে নিয়ে গেছেন, এই আর কী! আগেই কিন্তু বলে রেখেছি, অবাক হবেন না।
সাদা ও মিষ্টি সবুজ রঙের একটি সুইমিং স্যুট পরিয়ে মেয়েকে নিয়ে সুইমিং পুলে নেমেছেন জুকারবার্গ। কন্যার প্রথম সাতার সেশন বলে কথা। সেই মুহূর্ত ক্যামেরাবন্দি হবে না তা কী হয়? ধরে রাখা হলো সেই মুহূর্ত। আর তা নিজেই পোস্ট করলেন ফেসবুকের সিইও! সাথে লিখেছেন, ম্যাক্সের প্রথম সাঁতার। ও খুব মজা পেয়েছে! ডেইলি মেইল।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: কন্যাকে সাঁতার শিখাচ্ছেন জুকারবার্গ
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ