Inqilab Logo

শুক্রবার ০৮ নভেম্বর ২০২৪, ২৩ কার্তিক ১৪৩১, ০৫ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

চাঁপাইনবাবগঞ্জে উপনির্বাচনে একজনের মনোনয়ন প্রত্যাহার

চাঁপাইনবাবগঞ্জ জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ২৬ মে, ২০২২, ৫:১৯ পিএম

চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা পরিষদের উপ নির্বাচনে কাশেদ আলী নামের এক ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী তার মনোনয়ন প্রত্যাহার করেছেন। এখন এ পদের জন্য একক প্রার্থী রইলেন তোসিকুল আলম।

বৃহস্পতিবার (২৬ মে) দুপুরের পর জেলা আওয়ামীলীগ অফিসের কক্ষে কাশেদ আলী নিজেই প্রার্থীতা প্রত্যাহারের ঘোষণা দেন।

কাশেদ বলেন, 'আগামি ১৫ জুন চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা ভাইস চেয়ারম্যান পদে উপ নির্বাচন অনুষ্ঠিত হবে। আমিসহ মোট ৩ জন ওই পদের জন্য মনোনয়ন পত্র দাখিল করি।
একজনের মনোনয়ন পত্র বাতিল হওয়ায়, আমরা দুজন আওয়ামীলীগের সমর্থিত ছিলাম।
আওয়ামীলীগের দলীয় সিদ্ধান্ত অনুযায়ী আমি আমার মনোনয়ন প্রত্যাহার করলাম'।

জেলা আ.লীগের সাবধাণ সম্পাদক আব্দুল ওদুদ বলেন, চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার পরিষদের নির্বাচনে আওয়ামীলীগের তোসিকুল আর কাশেদ মোট দুই জন প্রার্থী ছিল। তার মধ্যে একজন (কাশেদ) দলের স্বার্থে মনোনয়ন প্রত্যাহার করেছেন।

জেলা আওয়ামীলীগ কার্যালয়ে উপস্থিত ছিলেন, জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আব্দুল ওদুদ, জেলা পরিষদের প্রশাসক আশরাফুল ইসলাম, চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা আওয়ামীলীগের সভাপতি আজিজুর রহমান, ও সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, চাঁপাইনবাবগঞ্জ পৌর আ.লীগের সভাপতি আব্দুল জলিলসহ আরও অনেক।

দলের স্বার্থে কাশেদের এমন সিদ্ধান্তকে সাধুবাদ জানিয়েফুলেল তোড়া দিয়ে অভিবাদন জানান উপস্থিত আওয়ামীলীগের নেতারা।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: উপনির্বাচন

২ ফেব্রুয়ারি, ২০২৩
১ ফেব্রুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ