Inqilab Logo

শুক্রবার ২৩ নভেম্বর ২০২৪, ০৮ অগ্রহায়ণ ১৪৩১, ২০ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

গফরগাঁওয়ে জমি নিয়ে বিরোধে প্রতিপক্ষের হামলায় আহতের মৃত্যু

গফরগাঁও উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ২৫ মে, ২০২২, ১:৫৩ পিএম

গফরগাঁও উপজেলায় জমি নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় গুরুতর আহত বাবুল মিয়া (৫৪) চিকিৎসাধীন অবস্থায় ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে বুধবার সকালে মারা গেছে। সে উপজেলার সালটিয়া ইউনিয়নের ষোলহাসিয়া গ্রামের শামসুল হকের ছেলে। গত শুক্রবার(২০ মে)বিকালে উপজেলার সালটিয়া ইউনিয়নের ষোলহাসিয়া গ্রামে ঘটনাটি ঘটে। ওই রাতেই নিহতের ভাই মোঃ ফারুক মিয়া বাদি হয়ে প্রতিবেশী একই গ্রামের নুর ইসলাম, সুবল, সুমন, ইসমাইল, নিজাম উদ্দিন, সোহাগসহ অজ্ঞাত কয়েক জনের বিরুদ্ধে গফরগাঁও থানায় মামলা দায়ের করেন। নিহতের পরিবার ও মামলা সূত্রে জানা যায়,জমির মালিকানা নিয়ে দীর্ঘদিন ধরে প্রতিবেশী ফারুক ও নুরুল ইসলামের সঙ্গে বিরোধ চলে আসছিল।শুক্রবার বিকালে পূর্ব বিরোধের জের ধরে নূরুল ইসলাম ও সুবলগংরা তাদের উপর হামলা চালায়। এতে বাবুল মিয়া (৫৫) তার ছেলে আনছারুল(২৯),ছোট ভাই বাদল(৩৬),ভাতিজা মিজান(১৯) ও ভাগিনা সাদ্দাম হোসেনসহ ৫ জন গুরুতর আহত হয়। স্থানীয়রা গুরুতর আহতদের উদ্ধার করে প্রথমে গফরগাঁও হাসপাতালে ভর্তি করে ও পরে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। আহত বাবুলের অবস্থার অবনতি হলে তাকে ঢাকা মেডিকেল হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসারত অবস্থায় তার মৃত্যু হয়। নিহতের ভাই ফারুক আহম্মেদ বলেন, জমি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ ছিল। ঘটনার কয়েক দিন আগেও স্থানীয় ভাবে ঘটনাটির মিমাংসা করা হয়। হঠাৎ করে নুর ইসলাম তার সহযোগীরা অস্ত্রশস্ত্র নিয়ে হামলা চালিয়ে আমার ভাই, ভাতিজা ও ছেলেকে গুরুতর আহত করে। আমার ভাই বাবুল মিয়া মঙ্গলবার রাতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসারত অবস্থায় মারা যায়। আমি আমার ভাইয়ের হত্যাকারীদের বিচার দাবি জানাই। নিহতের মেয়ে ছনিয়া আক্তার পিতার হত্যাকারীদের বিচার দাবি করে বলেন, ওরা নৃশংস ভাবে আমার বাবাকে হত্যা করেছে। আইনের মাধ্যমে দোষীদের ফাঁসিতে ঝুলানো হউক। গফরগাঁও থানার ওসি ফারুক আহম্মেদ বলেন, জমি নিয়ে বিরোধের জেরে মারামারি ঘটনায় মামলা হয়েছে।আসামিদের গ্রেফতারের চেষ্টা অব্যাহত আছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: মৃত্যু


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ