Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ইউক্রেনকে রাশিয়ার কাছে ভূখণ্ড ছাড়ার পরামর্শ কিসিঞ্জারের

অনলাইন ডেস্ক | প্রকাশের সময় : ২৪ মে, ২০২২, ২:৩৪ পিএম

সাবেক মার্কিন পররাষ্ট্রমন্ত্রী ও বিখ্যাত রাজনীতিবিদ হেনরি কিসিঞ্জার বলেছেন যে, পশ্চিমাদের উচিত রাশিয়াকে হারানোর চেষ্টা করা বন্ধ করে ইউক্রেনকে ভূখণ্ড ছেড়ে দেয়ার পরামর্শ দেয়া। সোমবার সুইজারল্যান্ডের ডাভোসে অনুষ্ঠিত ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামে তিনি এ মন্তব্য করেন।

কিসিঞ্জার বলেছেন, ইউক্রেনকে ‘উত্থান ও উত্তেজনা সৃষ্টি করার আগে আলোচনা শুরু করতে হবে কারণ এটি সহজে কাটিয়ে উঠা যাবে না’। তিনি বলেন, 'আদর্শভাবে, বিভাজন রেখাটি স্থিতাবস্থায় ফিরে আসা উচিত। এই বিন্দুর বাইরে যুদ্ধ চালিয়ে যাওয়া ইউক্রেনের স্বাধীনতা নিয়ে নয়, বরং রাশিয়ার বিরুদ্ধেই একটি নতুন যুদ্ধ হবে।’

এটি এসেছে যখন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি সুইজারল্যান্ডে এই সপ্তাহের দাভোস শীর্ষ সম্মেলনের উদ্বোধনে বলেছিলেন যে, পুতিনকে যুদ্ধে জিততে দেয়া হলে তাদের শীর্ষ সম্মেলন অর্থহীন হয়ে যাবে কারণ তিনি ‘আমাদের চিন্তাধারায় আগ্রহী নন’ এবং ‘পাশবিক শক্তি... কথা বলে না, এটি হত্যা করে।’

কিন্তু কিসিঞ্জার বলেন, পশ্চিমাদের জন্য ‘মারাত্মক’ হবে ‘মুহুর্তের মেজাজে’ ভেসে যাওয়া এবং ইউরোপে রাশিয়ার ক্ষমতার অবস্থান ভুলে যাওয়া। দ্য টেলিগ্রাফ অনুসারে, তিনি ব্যাখ্যা করেছেন যে, রাশিয়া চার শতাব্দীরও বেশি সময় ধরে ‘ইউরোপের অপরিহার্য অংশ’ ছিল, উল্লেখ করেন যে, ইউরোপীয় নেতাদের অবশ্যই ‘দীর্ঘমেয়াদী সম্পর্কের কথা মাথায় রাখতে হবে’ অন্যথায় রাশিয়াকে চীনের সাথে একটি স্থায়ী জোটে রাখার ঝুঁকি নিতে হবে। তিনি আরও বলেছেন, ‘আমি আশা করি ইউক্রেনীয়রা যে বীরত্ব দেখিয়েছে তা তারা প্রজ্ঞার সাথে দেখাবে।’ সূত্র: ডেইলি মেইল।



 

Show all comments
  • Helal Uddin ২৪ মে, ২০২২, ৯:৫৫ পিএম says : 0
    এ যুদ্ধের জন্য দায়ী আমেরিকা,আমেরিকা চাচ্ছে সারা পৃথিবীর রাজত্ব কায়েম করতে। ইউক্রেনকে ন্যাটোতে অন্তর্ভুক্ত করে আমেরিকা চাচ্ছে রাশিয়ার দোরগোড়ায় দাঁড়িয়ে থাকতে, তাহলে মিঃ ভাইডেন আপনি আপনার অর্থাৎ আমেরিকার আসেপাশে রাশিয়াকে সামরিক ঘাঁটি করে দিন, তার পর আপনারা রাশিয়ার দোরগোড়ায় এসে অবস্থান নিন এটা হবে যৌক্তিক।
    Total Reply(0) Reply
  • MD JALAL UDDIN ২৪ মে, ২০২২, ৯:৩০ পিএম says : 0
    হেনরী কিসিঞ্জার সঠিক বলেছেন ইউরোপীয়দের উচিৎ কুটনৈতিক ভাবে খুব দ্রুত ইউক্রেনের কিছু এলাকা রাশিয়ার কাছে ছেড়ে দিয়ে বাকী দেশ কে নিরপেক্ষ ভাবে বাচানো। আর ভলোদেবির জেলেনস্কির যথার্থ হওয়া উচিত নেটো, ইইউ সদস্য হওয়ার উচ্চাভিলাষী উৎসাহ পরিত্যাগ করে জোট নিরপেক্ষ হয়ে দেশকে শান্তিময় রাখা।
    Total Reply(0) Reply
  • Helal Uddin ২৪ মে, ২০২২, ৯:৫৫ পিএম says : 0
    এ যুদ্ধের জন্য দায়ী আমেরিকা,আমেরিকা চাচ্ছে সারা পৃথিবীর রাজত্ব কায়েম করতে। ইউক্রেনকে ন্যাটোতে অন্তর্ভুক্ত করে আমেরিকা চাচ্ছে রাশিয়ার দোরগোড়ায় দাঁড়িয়ে থাকতে, তাহলে মিঃ ভাইডেন আপনি আপনার অর্থাৎ আমেরিকার আসেপাশে রাশিয়াকে সামরিক ঘাঁটি করে দিন, তার পর আপনারা রাশিয়ার দোরগোড়ায় এসে অবস্থান নিন এটা হবে যৌক্তিক।
    Total Reply(0) Reply
  • Khondaker Shahjahan ২৪ মে, ২০২২, ৬:৪৩ পিএম says : 0
    ড.হেনরি কিসিন্জার সঠিক বলেছেন। ইউক্রেন এর উচিত ডনবাস, ক্রিমিয়া ও মারিয়াপোলের দাবি ছেড়ে দিয়ে রাশিয়ার সাথে শান্তি স্হাপন করা। অন্যথায় আরো বড় মূল্য দিতে হবে।
    Total Reply(0) Reply
  • আব্দুর রহমান বাহার ২৫ মে, ২০২২, ৮:২২ এএম says : 0
    কিসিঞ্জার যে কথা বলেছেন তা ১০০% সুত্য ও বাস্তবসম্মত। তাই আমি সাধারণ একজন মানুষ হয়ে যেটুকু বুঝতে পারলাম, তা হলো কিসিঞ্জারের কথা ইউক্রেন ও বিশ্ব মোড়লদের মেনে নেওয়া উচিৎ।
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ইউক্রেন-রাশিয়া


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ