Inqilab Logo

শুক্রবার ১৪ নভেম্বর ২০২৪, ৩০ কার্তিক ১৪৩১, ১২ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

পশ্চিমাদের সবচেয়ে মারাত্মক অস্ত্রও ঠেকাতে পারছে না রুশ সেনাকে

অনলাইন ডেস্ক | প্রকাশের সময় : ২৪ মে, ২০২২, ১:২৯ পিএম

পশ্চিমারা এখন পর্যন্ত ইউক্রেনে সবচেয়ে মারাত্মক যে অস্ত্র সরবরাহ করেছে তা হচ্ছে, এম৭৭৭ হাউইটজার কামান। এগুলো ইউক্রেনের পূর্বে যুদ্ধে মোতায়েন করা হয়েছে। তাদের আগমন ইউক্রেনের আর্টিলারি শ্রেষ্ঠত্ব অর্জনের আশাকে উজ্জীবিত করেছে, অন্তত কিছু ফ্রন্টলাইন এলাকায়।

এম৭৭৭ মোতায়েন একটি যুদ্ধে সামরিক বিজয়ের দিকে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ, কারণ এখন বেশিরভাগ সমতল, খোলা জায়গায় দূর পাল্লায় লড়াই চলছে। পশ্চিমা সামরিক বিশ্লেষকরা বলছেন, এতে কতটা সুবিধা হবে তা এখনও স্পষ্ট নয়। নতুন অস্ত্রের আগমন সাফল্যের কোন গ্যারান্টি নয়, কারণ রাশিয়ানরা পূর্ব ডোনবাস অঞ্চলে ভয়ানক যুদ্ধ চালিয়ে যাচ্ছে। সংখ্যার উপর অনেক কিছু নির্ভর করে।

সামরিক বিশ্লেষকরা বলছেন যে, সম্পূর্ণ প্রভাব কমপক্ষে আরও দুই সপ্তাহের জন্য অনুভূত হবে না, কারণ ইউক্রেন এখনও মার্কিন যুক্তরাষ্ট্র এবং অন্যান্য মিত্রদের দ্বারা প্রতিশ্রুত ৯০ টি হাউইটজার কামান চালানোর জন্য যথেষ্ট সৈন্যদের প্রশিক্ষণ দেয়নি। সামনে এখন মাত্র এক ডজন বন্দুক।

মার্কিন যুক্তরাষ্ট্র যে অস্ত্রগুলি পাঠাচ্ছে তার পাশাপাশি, ফরাসিরা সিজার ট্রাক-মাউন্টেড হাউইটজারের প্রতিশ্রুতি দিয়েছে, যা ‘শুট অ্যান্ড স্কুট’ নামে পরিচিত একটি কৌশলে গুলি চালানোর পরে দ্রুত সড়িয়ে নেয়া সম্ভব। স্লোভাকিয়াও হাউইটজার প্রতিশ্রুতি দিয়েছে। কিন্তু এগুলো সবচেয়ে বেশি প্রভাব ফেলতে পারে, যখন পর্যাপ্ত ক্রুদের তাদের ব্যবহার করার জন্য প্রশিক্ষণ দেয়া হয়, সামরিক বিশ্লেষকরা বলছেন।

বাধা হল প্রশিক্ষণ। মার্কিন যুক্তরাষ্ট্র এ পর্যন্ত জার্মানির ঘাঁটিতে প্রায় ২০০ ইউক্রেনীয় সৈন্যকে ছয় দিনের কোর্সে প্রশিক্ষণ দিয়েছে। ইউক্রেনীয় সামরিক বাহিনী এই দলটিকে মোটামুটিভাবে অর্ধেকে বিভক্ত করে, কিছুকে সামনের দিকে এবং অন্যদেরকে আরও প্রশিক্ষণের জন্য পাঠায়। সমস্ত ৯০টি কামানের জন্য সৈন্যদের প্রশিক্ষণ দেয়া - যে পরিমাণ পৌঁছানোর জন্য নির্ধারিত আছে - আরও কয়েক সপ্তাহ সময় লাগতে পারে।

রাশিয়ান-সমর্থিত বিচ্ছিন্নতাবাদীদের সাথে ইউক্রেনের যুদ্ধে আর্টিলারি সম্পর্কিত একটি বইয়ের লেখক মাইখাইলো ঝিরোখভ বলেছেন, ফ্রান্স থেকে কম সংখ্যক কম্পিউটার-নিয়ন্ত্রিত, স্ব-চালিত সিজার বন্দুকও সাহায্য করবে, কিন্তু সেগুলি ব্যবহার করতে শিখতে কয়েক মাস সময় লাগে। এমনকি ফরাসিরাও মনে করে যে সেগুলো খুব জটিল।’ সূত্র: নিউইয়র্ক টাইমস।



 

Show all comments
  • সিরাজ ২৫ মে, ২০২২, ৯:২৪ এএম says : 0
    জেলেনস্কি এর মত শাসক থাকলে সেদেশ ধ্বংসের দিকে দুই পা এমনিতেই এগিয়ে রাখার সমতুল্য।
    Total Reply(0) Reply
  • Khondaker Shahjahan ২৫ মে, ২০২২, ৮:৩১ এএম says : 0
    আমেরিকার কামান না এনে যুদ্ধ বন্ধ করাটা জরুরি। জেলেনস্কি লোকটার মাথায় রাষ্ট্র পরিচালনা করার মতো বুদ্ধি নেই। যুদ্ধ চলতে থাকলে ইউক্রেন ধ্বংস হয়ে যাবে- কিন্তু একে গড়বে কে?
    Total Reply(0) Reply
  • Manas Kumar Saha ২৫ মে, ২০২২, ৯:৫২ পিএম says : 0
    রাশিয়ার আগ্রশন,কোনো প্ররোচনা ছাড়াই নিরস্ত জনসাধারনের ওপর আক্রমণ, তাঁদের মৃত্যু সম্পূর্ণ নিন্দনীয়. রাশিয়াই এর জন্য দায়ী.
    Total Reply(0) Reply
  • মোজাহেদুল আলম ২৫ মে, ২০২২, ৮:২১ পিএম says : 0
    জেলনস্কির হাতে ইউক্রেন নিরাপদ নয়। সে তাঁর প্রভুর সার্থ রক্ষা করতে গিয়ে নিজ দেশের সর্বনাশ করে ফেলেছে। তাঁর ঘটে একটু বুদ্ধি থাকলে কোন যুদ্ধই হোত না। যা হোক, আমরা কোন যুদ্ধ চাই না। রাশিয়া পিছা কর। আমরা বাসযোগ্য নিরাপদ বিশ্ব চাই। জয় হোক মানবতার।
    Total Reply(0) Reply
  • মোজাহেদুল আলম ২৫ মে, ২০২২, ১১:২৬ পিএম says : 0
    জেলনস্কির হাতে ইউক্রেন নিরাপদ নয়। সে তাঁর প্রভুর সার্থ রক্ষা করতে গিয়ে নিজ দেশের সর্বনাশ করে ফেলেছে। তাঁর ঘটে একটু বুদ্ধি থাকলে কোন যুদ্ধই হোত না। যা হোক, আমরা কোন যুদ্ধ চাই না। রাশিয়া পিছা কর। আমরা বাসযোগ্য নিরাপদ বিশ্ব চাই। জয় হোক মানবতার।
    Total Reply(0) Reply
  • আরাফাত ২৭ মে, ২০২২, ৯:৫৯ এএম says : 0
    জেলনস্কি আমেরিকার মদদে ইহুদিদের এজেন্ডা বাস্তবায়ন করছে,নিউ ওয়াল্ড অডার বাস্তবায়ন সামনে রেখে ইসরায়েলকে প্রতিষ্ঠা সম্পন্ন করবে, আর এজন্যই আরেকটি বিশ্ব যুদ্ধ তৈরির মঞ্চ প্রস্তুতি চলছে,,,,,
    Total Reply(0) Reply
  • আরাফাত ২৭ মে, ২০২২, ৯:৫৯ এএম says : 0
    জেলনস্কি আমেরিকার মদদে ইহুদিদের এজেন্ডা বাস্তবায়ন করছে,নিউ ওয়াল্ড অডার বাস্তবায়ন সামনে রেখে ইসরায়েলকে প্রতিষ্ঠা সম্পন্ন করবে, আর এজন্যই আরেকটি বিশ্ব যুদ্ধ তৈরির মঞ্চ প্রস্তুতি চলছে,,,,,
    Total Reply(0) Reply
  • মোহাম্মদ আব্দুল করিম ৩০ মে, ২০২২, ১০:০৮ পিএম says : 0
    এমেরিকা কোন দেশকে উন্নতি করতে দিবে না। ক্ষতি করে ছাড়বে। জেলেস্কি পশ্চিমাদের ফাদে পড়ছে, দেশের বারোটা বাজছে।
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ইউক্রেন-রাশিয়া


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ