Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

‘দুষ্ট নারীদের’ ঘরে দেখতে চান আফগান স্বরাষ্ট্রমন্ত্রী সিরাজুদ্দিন হাক্কানি

অনলাইন ডেস্ক | প্রকাশের সময় : ২০ মে, ২০২২, ১১:৩৯ এএম

আফগানিস্তানে নারী অধিকার নিয়ে যেসব নারী সোচ্চার, তাদেরকে ‘দুষ্ট’ বলে উল্লেখ করেছেন দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী সিরাজুদ্দিন হাক্কানি। এ বিষয়ে তার মন্তব্য, দুষ্টু নারীদের ঘরে থাকাই আমরা পছন্দ করি।অবশ্য পরক্ষণেই নিজের এই মন্তব্যের ব্যাখ্যা দিয়েছেন তিনি; বলেছেন, এটা আসলে ঠাট্টা। –সিএনএন, এএফপি

যেসব নারী অন্য কোনো পক্ষের প্রভাবে প্রভাবিত হয়ে বর্তমান সরকারকে প্রশ্নের মুখে ফেলতে চায়— তাদেরকেই ঠাট্টা করে দুষ্টু নারী বলেছি আমি। সম্প্রতি মার্কিন সংবাদমাধ্যম সিএনএনকে দেওয়া এক সাক্ষাৎকারে এসব কথা বলেন আফগানিস্তানে ক্ষমতাসীন তালেবান গোষ্ঠীর অন্যতম জেষ্ঠ্য এই নেতা। তালেবান গোষ্ঠীর পাশাপাশি একই সঙ্গে এ গোষ্ঠীর সহযোগী বাহিনী হাক্কানি নেটওয়ার্কেরও শীর্ষ নির্দেশদাতা সিরাজুদ্দিন হাক্কানি। গত ২০ বছরে আফগানিস্তানে সবচেয়ে ভয়াবহ যেসব হামলার ঘটনা ঘটেছে, সেসবের কয়েকটির জন্য দায়ী এই হাক্কানি নেটওয়ার্ক। এসব হামলার জন্য কয়েক বছর আগে মার্কিন গোয়েন্দা সংস্থা এফবিআইয়ের মোস্ট ওয়ান্টেড আসামির তালিকায় নাম উঠেছে হাক্কানির। তাকে গ্রেপ্তার বা গ্রেপ্তারে সহায়ক হতে পারে, এমন তথ্যের জন্য ১ কোটি ডলার পুরস্কারও ঘোষণা করেছে এফবিআই।

২০২১ সালের মার্চে আফগানিস্তানে ২০ বছর ধরে চলা যুদ্ধের সমাপ্তি ঘোষণা করেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। ওই বছর আগস্টের মধ্যে দেশটি থেকে সব মার্কিন সেনা প্রত্যাহার করে নেওয়ার প্রতিশ্রুতিও দেন তিনি। বাইডেন এ প্রতিশ্রুতি দেওয়ার মাত্র চার মাসের মধ্যে ত্বরিৎ গতিতে দেশের ক্ষমতা দখল করে তালেবান, যারা ২০০১ সালে এই মার্কিন বাহিনীর অভিযানেই ক্ষমতা হারিয়েছিল।

কট্টর ইসলামপন্থী তালেবান গোষ্ঠী বরাবরই নারীদের শিক্ষা, কর্মসংস্থান ও অধিকারের ঘোর বিরোধী। ১৯৯৬ সালে যখন তারা প্রথম দফায় আফগানিস্তানের ক্ষমতা দখল করেছিল, সেই মেয়াদে কেবল প্রাথমিক শিক্ষার দুয়ার খোলা ছিল আফগান নারীদের জন্য। বর্তমানেও একই অবস্থা চলছে দেশটিতে। ২০২১ সালের আগস্টে তালেবান বাহিনী কাবুল দখল করে এবং তারপর থেকেই আফগানিস্তানে বন্ধ রয়েছে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক মেয়েস্কুলগুলো। ব্যাপক আন্তর্জাতিক চাপের মুখে চলতি বছর মার্চের শেষ দিকে মেয়ে স্কুলগুলো খুলে দেওয়া হলেও কয়েক ঘণ্টার মধ্যে ফের বন্ধ করে দেওয়া হয়। তবে স্কুল খুলেও বন্ধ করে দেওয়ার এই পদক্ষেপে ব্যাপক ক্ষুব্ধ হন সাধারণ আফগান জনগণ ও আন্তর্জাতিক বিশ্ব। এদিকে, সম্প্রতি নারীদের জন্য বোরকাও বাধ্যতামূলক করেছে তালেবান।

তবে সিএনএনকে দেওয়া সাক্ষাৎকারে হাক্কানি দাবি করেন, তালেবান গোষ্ঠী নারী শিক্ষার বিরোধী নয়। তিনি বলেন, ‘আমি পরিষ্কারভাবে বলতে চাই— আফগানিস্তানে কেউই নারী শিক্ষার বিরোধী নয়। আফগান মেয়েদের মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পর্যায়ের শিক্ষা ব্যবস্থায় কিছু সংস্কারের প্রয়োজন ছিল, সেসব এখন শেষ পর্যায়ে। খুব শিগগিরই আপনারা এ বিষয়ে সুখবর পাবেন, সিএনএনকে বলেন হাক্কানি।



 

Show all comments
  • মোঃ আশরাফুল হক ২০ মে, ২০২২, ১:৪৯ পিএম says : 0
    সঠিক সিদ্ধান্ত
    Total Reply(0) Reply
  • মোঃ আশরাফুল হক ২০ মে, ২০২২, ১:৪৯ পিএম says : 0
    সঠিক সিদ্ধান্ত
    Total Reply(0) Reply
  • শাহিন আক্তার ২০ মে, ২০২২, ১২:৩৪ পিএম says : 0
    আমি হাক্কানীর সঙ্গে একমত।
    Total Reply(0) Reply
  • শাহিন আক্তার ২০ মে, ২০২২, ১২:৩৪ পিএম says : 0
    আমি হাক্কানীর সঙ্গে একমত।
    Total Reply(0) Reply
  • ইমরান হোসাইন ২০ মে, ২০২২, ১০:৩৬ পিএম says : 0
    উনাদের কোন অধিকার নেই পর্দাকে বাধ্যতামুলক করা, বরং আল্লাহ পাক মুসলিম মহিলাদের উপর পর্দা কে বাধ্য ও ফরজ করে দিয়েছেন। অতএব দালাল মিডিয়াদের মাথা গামানোর কোনও প্রয়োজন আছে বলে আমার মনে হয়না।
    Total Reply(0) Reply
  • হাফিজ ২০ মে, ২০২২, ৩:৩৯ পিএম says : 0
    Absolutely right
    Total Reply(0) Reply
  • jack ali ২০ মে, ২০২২, ৪:৫২ পিএম says : 0
    Keeping beard is fard, wearing clothe for men is obligatory and men's private part is from over the navel to beneath the knee but it must be loose fitting it will not reveal the shape of buttock and thigh. Prophet [SAW] said women's whole body and her voice is private part including feet and face veil, it is fard. Those women don't want to cover if there is Qurnaic law then they must be punish because they spread zina like Bangladesh.
    Total Reply(0) Reply
  • Mohd Romjan ২০ মে, ২০২২, ৬:১২ পিএম says : 0
    কট্টর ইসলামপন্থী বলতে লেখক কি বুঝালেন?
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: আফগানিস্তান


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ