Inqilab Logo

সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১, ১৯ শাওয়াল ১৪৪৫ হিজরী

চট্টগ্রাম কাস্টমস হাউসে সিএন্ডএফ এজেন্টদের কর্মবিরতি

চট্টগ্রাম ব্যুরো | প্রকাশের সময় : ১৮ মে, ২০২২, ২:১৫ পিএম

সিঅ্যান্ডএফ এজেন্টের লাইসেন্স নবায়ন করা হচ্ছে না অভিযোগ তুলে চট্টগ্রাম কাস্টম হাউসে কর্মবিরতি শুরু করেছে কাস্টমস সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশন। বুধবার সকাল থেকে এ কর্মসূচি পালন করছেন সিঅ্যান্ডএফ এজেন্টস অ্যাসোসিয়েশনের নেতারা। তাদের এ কর্মবিরতির ফলে হাউসের কার্যক্রম স্থবির হয়ে পড়েছে। কাস্টমস হাউস এলাকায় অবস্থান নেন অ্যাসোসিয়েশনেরর কর্মীরা।

অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক কাজী মাহমুদ ইমাম বিলু বলেন, লাইসেন্সিং রুলের অপব্যাখ্যা করে আমাদের ২০০ থেকে ২৫০ জনের মতো সিঅ্যান্ডএফ এজেন্টের লাইসেন্স নবায়ন করা হচ্ছে না। এজন্য আমরা কর্মবিরতি শুরু করেছি। আমরা সব ধরনের শুল্কায়ন কার্যক্রম থেকে বিরত রয়েছি। যতক্ষণ পর্যন্ত লাইসেন্স নবায়ন করার সিদ্ধান্ত না আসবে ততক্ষণ পর্যন্ত আমাদের কর্মবিরতি চলবে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: কর্মবিরতি

১৩ আগস্ট, ২০২২

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ