Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

শিক্ষকদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে ফরিদপুরে শিক্ষকদের কর্মবিরতি পালন

ফরিদপুর জেলা সংবাদাতা | প্রকাশের সময় : ১২ জুন, ২০২২, ৮:১৯ পিএম | আপডেট : ৮:৩০ পিএম, ১২ জুন, ২০২২

ময়মনসিংহের গফরগাঁও সরকারি কলেজে শিক্ষকদের উপর সন্ত্রাসী হামলা ও সরকারি সম্পত্তি ভাংচুরের প্রতিবাদে মানববন্ধন ও কর্মবিরতি পালন করেছে ফরিদপুরের রাজেন্দ্র কলেজ।


রবিবার (১২ জুন) সকাল ১১ টায় ফরিদপুরের সরকারি রাজেন্দ্র কলেজের শহর ক্যাম্পাসে এ মানববন্ধন ও কর্মবিরতি পালন করা হয়।


শিক্ষক পরিষদের কেন্দ্রীয় কমিটির ফরিদপুর অঞ্চলের সহ-সভাপতি ও সরকারি রাজেন্দ্র কলেজের অধ্যক্ষ প্রফেসর অসীম কুমার সাহার সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন, কলেজটির উপাধ্যক্ষ এস,এম আব্দুল হালিম, রাজেন্দ্র কলেজের শিক্ষক পরিষদের সম্পাদক আশরাফুল আজম শাকিল, শিক্ষক পরিষদের ফরিদপুর বিভাগীয় নির্বাহী সদস্য গোলাম কিবরিয়াসহ কলেজটির বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধানসহ শিক্ষকবৃন্দ।

এসময় বক্তরা এই ঘৃণ্য ও জঘন্য কর্মকাণ্ডের তীব্র প্রতিবাদ ও নিন্দা জ্ঞাপন করেন সাথে অপকর্মে জড়িত দুষ্কৃতকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন।


ছবিঃ শিক্ষকদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে কর্মিরতি পালন



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ