নারী দিবস ম্যারাথনে পাপিয়া চ্যাম্পিয়ন
‘নিরাপদ সমাজ, নিরাপদ নারী’-স্লোগানে অনুষ্ঠিত নারী দিবস রেগুলার ম্যারাথনে রেগুলার বাংলাদেশের পাপিয়া খাতুন চ্যাম্পিয়ন, হামিদা
এএফসি কাপে খেলতে শনিবার সকাল সাড়ে ১০টায় ঢাকা থেকে রওয়ানা হয়ে দুপুর ১২টায় ভারতের কলকাতায় পৌঁছেছে বাংলাদেশের চ্যাম্পিয়ন দল বসুন্ধরা কিংস। কলকাতার হায়াত রিজেন্সি হোটেলে উঠেছে তারা। ১৮ মে কলকাতার বিশ্ব যুবভারতী ক্রীড়াঙ্গন স্টেডিয়ামে শুরু হবে এএফসি কাপের ‘ই’ গ্রুপের খেলা। এই গ্রুপে বসুন্ধরা কিংসের প্রতিপক্ষ ভারতের গোকুলাম কেরালা, এটিকে মোহনবাগান ও মালদ্বীপের মাজিয়া স্পোর্টস অ্যান্ড রিক্রিয়েশন ক্লাব। বসুন্ধরা কিংস আগামী বুধবার নিজেদের প্রথম ম্যাচে মাজিয়া স্পোর্টস অ্যান্ড রিক্রিয়েশন ক্লাবের বিপক্ষে খেলবে। কিংসদের দ্বিতীয় ম্যাচ ২১ মে ভারতের জায়ান্ট মোহনবাগান ক্লাবের বিপক্ষে। ২৪ মে গ্রুপের শেষ ম্যাচে বসুন্ধরার প্রতিপক্ষ গোকুলাম কেরালা। গ্রুপে সেরা হতে পারলে ইন্টার জোনাল প্লে-অফ সেমিফাইনালে খেলবে বসুন্ধরা কিংস। শনিবার কলকাতায় পৌঁছে বিশ্রামে ছিলেন বসুন্ধরা কিংসের ফুটবলাররা। রোববার যথারীতি অনুশীলন করবেন তারা।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।