নারী দিবস ম্যারাথনে পাপিয়া চ্যাম্পিয়ন
‘নিরাপদ সমাজ, নিরাপদ নারী’-স্লোগানে অনুষ্ঠিত নারী দিবস রেগুলার ম্যারাথনে রেগুলার বাংলাদেশের পাপিয়া খাতুন চ্যাম্পিয়ন, হামিদা
এশিয়ান টেবিল টেনিস (টিটি) চ্যাম্পিয়নশিপে পুরুষ একক ও নারী একক এবং পুরুষ দ্বৈতে জয় পেয়েছে বাংলাদেশ জাতীয় টিটি দল। শনিবার কাতারের দোহায় পুরুষ দ্বৈতে রাহিম ও মুহতাসিন হৃদয় ৩-২ সেটে হারিয়েছেন শ্রীলঙ্কাকে। দলগতে এই শ্রীলঙ্কার বিপক্ষেই হেরেছিল বাংলাদেশ। একক ইভেন্টে মুহতাসিন হৃদয় ৩-০ সেটে হারান ওমানকে। পরে অবশ্য ইরাকের বিপক্ষে ২-১ সেটে এগিয়ে থেকেও হৃদয় হেরে যান ৩-২ সেটে। নারী এককের খেলায় নওরীন সুলতানা মাহি কাতারের খেলোয়াড়ের বিপক্ষে ৩-১ সেটে জয় তুলে নেন।
বাংলাদেশ মিশ্র দ্বৈতের জুটি মুহতাসিন হৃদয় ও সোনম সুলতানা সোমা উজবেকিস্তানের বিপক্ষে ২-১ সেটে এগিয়ে থেকেও শেষ পর্যন্ত হেরে যান ৩-২ সেটে। টুর্নামেন্টের পুরুষ দলগত বিভাগে এশিয়ার ৪১ দেশের মধ্যে ২০তম হয়েছে বাংলাদেশ। আসরে এটাই সেরা সাফল্য লাল-সবুজ টিটি খেলোয়াড়দের।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।