নারী দিবস ম্যারাথনে পাপিয়া চ্যাম্পিয়ন
‘নিরাপদ সমাজ, নিরাপদ নারী’-স্লোগানে অনুষ্ঠিত নারী দিবস রেগুলার ম্যারাথনে রেগুলার বাংলাদেশের পাপিয়া খাতুন চ্যাম্পিয়ন, হামিদা
কাতারের দোহায় এশিয়ান টেবিল টেনিস চ্যাম্পিয়নশিপে আরেকটি জয়ের দেখা পেল বাংলাদেশ টেবিল টেনিস (টিটি) দল। বুধবার রাতে ২৪তম স্থান নির্ধারণী খেলায় তীব্র প্রতিদ্বন্দ্বিতার পর ফিলিস্তিনকে ৩-২ সেটে হারায় বাংলাদেশ পুরুষ টিটি দল। মুহতাসিন হৃদয় ৩-২ গেমে ফিলিস্তিনের এক নম্বর খেলোয়াড়কে হারিয়ে এ জয় তুলে নেন। দ্বিতীয় সেটে বাংলাদেশের রামহিম ৩-১ গেমে হেরে যান। তৃতীয় সেটে বাংলাদেশের সজীব ৩-২ গেমে প্রতিপক্ষ দেশের তিন নম্বর খেলোয়াড়কে হারান। প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ চতুর্থ সেটে ফিলিস্তিনের দুই নম্বর খেলোয়াড়কে ৩-২ গেমে হারিয়ে দেন মুহতাসিন হৃদয়। অন্যদিকে মেয়েদের স্থান নির্ধারণী ম্যাচে বাংলাদেশ প্রতিদ্বন্দ্বিতা গড়েও মালদ্বীপের কাছে ৩-০ সেটে হেরে যায়। সোনম সুলতানা সোমা ২-৩ গেমে, সাদিয়া রহমান মৌ একই ব্যবধানে ও নওরিন সুলতানা মাহি ১-৩ গেমে হারেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।