বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
ঘূর্ণিঝড় ‘অশণি’র সম্ভাব্য যেকোন পরিস্থিতি মোকাবেলায় সব ধরনের প্রস্তুতি গ্রহন করেছে পায়রা বন্দর কতৃপক্ষ ও খুলনা শিপইয়ার্ড। সরকারী এ দুটি স্থাপনায় উচ্চ পর্যায়ের কর্মকর্তাদের তত্বাবধানে সার্বক্ষনিক পরিস্থিতি মনিটরিং করা হচ্ছে। পাশাপাশি সব ধরনের নৌযানের নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে।
পায়রা বন্দরের নিজস্ব বহরের সব নৌযানগুলো ইতোমধ্যে নিরাপদ আশ্রয়ে রাখা হয়েছে। বন্দরের চেয়ারম্যান রিয়ার এ্যাডমিরাল সুহাইল আহমদ-বিএন সোমবার দুপুরে ইনকিলাবকে জানান, আমরা পরিস্থিতির ওপর সার্বক্ষনিক নজর রাখছি। আবহাওয়া বিভাগের সাথে নিবিড় যোগাযোগ রয়েছে। সেখান থেকে তথ্য উপাত্ত সংগ্রহ করে প্রয়োজনীয়স কিছু করা হচ্ছে। পাশাপাশি বন্দরের নিজস্ব বহরের সব নৌযানের নিরাপত্তা ইতোমধ্যে নিশ্চিত করা হয়েছে বলেও জানান তিনি।
অপরদিকে খুলনা শিপইয়ার্ডের জেটিতে বার্দিং-এ থাকা নৌযান সহ স্লিপওয়েতে মেরামতাধীন নৌযানসমুহের নিরাপত্তাও নিশ্চিত করা হয়েছে। যে কোন পরিস্থিতি মোকাবেলায় সার্বক্ষনিকভাবে পরিস্থিতির ওপর নজর রাখা হচ্ছে বলেও জানা গেছে ।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।