Inqilab Logo

বুধবার, ২৬ জুন ২০২৪, ১২ আষাঢ় ১৪৩১, ১৯ যিলহজ ১৪৪৫ হিজরী

নোয়াখালীর কোম্পানীগঞ্জ ঝগড়া থামাতে গিয়ে হার্ট অ্যাটাকে ইউপি সদস্যের মৃত্যু

নোয়াখালী ব্যুরো | প্রকাশের সময় : ৬ মে, ২০২২, ১২:০৮ পিএম

কোম্পানীগঞ্জে ঝগড়া থামাতে গিয়ে হার্ট অ্যাটাকে এক ইউপি সদস্য মারা যান।

নিহত ইউপি সদস্যের নাম মো. শাহ আলম (৬২) উপজেলার চরহাজারী ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের নবনির্বাচিত ইউপি সদস্য।

বৃহস্পতিবার দিবাগত রাতে উপজেলার চরপার্বতী ইউনিয়নের ছোট ফেনী নদীর কাঠের ব্রিজ সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, রাতে ছোট ফেনী নদীর কাঠের ব্রিজ সংলগ্ন এলাকায় নিহত ইউপি সদস্যের এক ছেলের সাথে পূর্ব বিরোধের জের ধরে স্থানীয় কয়েকজন যুবককের সাথে ঝগড়া বেধে যায়। খবর পেয়ে ইউপি সদস্য শাহ আলম ঘটনাস্থলে গেলে স্থানীয়দের সাথে তাঁর বাকবিতÐা হয়। ওই সময় ইউপি সদস্য শাহ আলম হৃদরোগে আক্রান্ত হয়ে অচেতন হয়ে পড়ে। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে কোম্পানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। এরপর সেখান থেকে পরিবারের সদস্যরা মরদেহ বাড়িতে নিয়ে যায়। খবর পেয়ে কোম্পানীগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়।

কোম্পানীগঞ্জ থানার ওসির দায়িত্বে থাকা পরিদর্শক (তদন্ত) এসএম মিজানুর রহমান মৃত্যুর সত্যতা নিশ্চিত করে জানান, পরবর্তীতে এ বিষয়ে বিস্তারিত জানানো হবে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: মৃত্যু


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ