Inqilab Logo

শুক্রবার, ১০ মে ২০২৪, ২৭ বৈশাখ ১৪৩১, ০১ জিলক্বদ ১৪৪৫ হিজরী

চাঁদপুরে ২ ভাইয়ের মৃত্যু : বজ্রপাত ও স্ট্রোকের দাবি!

চাঁদপুর থেকে স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ৪ মে, ২০২২, ১:৪৩ পিএম

চাঁদপুরের ফরিদগঞ্জে বজ্রপাত ও স্ট্রোকে ২ ভাইয়ের মৃত্যুর খবর পাওয়া গেছে। বুধবার সকালে উপজেলার উত্তর কাচিয়ারা এলাকায় এই দুর্ঘটনা ঘটে। তবে তাদের মৃত্যুর কারণ নিশ্চিত হতে পারেনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স। তাই ময়নাতদন্তের জন্য পুলিশের কাছে লাশ হস্তান্তর করা হয়েছে।

নিহতরা হলেন, রুবেল হোসেন (২৬) ও সোহেল হোসেন (২৪)। তারা সহোদর। ঘটনার পর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাদের মৃত ঘোষণা করেন। পরিবারের ২ সদস্যকে একযোগে হারিয়ে পুরো পরিবারে শোকের ছায়া নেমে এসেছে।

ফরিদগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ডা. মোজাম্মেল মুঠোফোনে সাংবাদিকদের জানান, বুধবার সকাল পৌনে ৯টায় দিকে রুবেল ও সোহেলকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়েছে। রোগীর সাথে আসা লোকজন প্রত্যক্ষদর্শীদের বরাতে আমাদের জানিয়েছে, রুবেল বজ্রপাতে মারা যাওয়ার পর খবর পেয়ে সোহেল ঘটনাস্থলে গেলে স্ট্রোক করে ঘটনাস্থলে তারও মৃত্যু হয়।

তিনি আরো বলেন, ২জনই যুবক হওয়ায় প্রাথমিকভাবে তাদের মৃত্যুর কারণ আমরা নিশ্চিত হতে পারিনি। তাদের শরীরে কোনো সিমটন (চিহ্ন) আমরা দেখতে পাইনি। মৃত্যুর কারণ নিশ্চিত হওয়ার জন্য মোস্টমর্টেম লাগবে। তাই আমরা তাদের মরদেহ থানা পুলিশের কাছে হস্তান্তর করেছি। পুলিশ চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে নিয়ে ২জনের মরদেহের ময়নাতদন্ত করবে। এরপর মৃত্যুর কারণ নিশ্চিত হওয়া যাবে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: মৃত্যু


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ