মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
মারিউপোলের আজভ ব্যাটালিয়নের ডেপুটি কমান্ডার মঙ্গলবার জানিয়েছেন, আজভস্টাল স্টিল প্লান্টে অভিযান চালানো শুরু করেছে রাশিয়ার সেনারা।
সিয়াতোসলাভ পালামার নামে ওই কমান্ডার বার্তা সংস্থা অ্যাসোসিয়েট প্রেসকে (এপি) জানান, ইউক্রেনের বিভিন্ন গণমাধ্যমে আজভস্টালে হামলা শুরু করার যে খবর দেওয়া হচ্ছে, সেই খবরটি সত্যি।
তিনি জানিয়েছেন, রুশ বাহিনী শক্তিশালী বিস্ফোরণ ঘটিয়েছে। বিমান, ট্যাংক, কামান সব নিয়ে এসেছে। তাদের হামলায় মাটির নিচে আশ্রয় নেওয়া দুইজন বেসামরিক নারী মারা গেছেন।
এর আগে মঙ্গলবার ইউক্রেনের স্থানীয় সময় সকালে মারিউপোলের টহল পুলিশের প্রধান মাইখাইলো ভারসিনিন ইউক্রেনের টেলিভিশনে জানান, রাশিয়ার সেনারা বিভিন্ন দিক থেকে আজভস্টালে হামলা চালানো শুরু করেছে।
প্রায় দুই সপ্তাহ আগে আজভস্টালে কোনো ধরনের হামলা না চালাতে নির্দেশ দেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তখন তিনি নির্দেশনা দেন, স্টিল কারখানাটি পুরোপুরি অবরুদ্ধ করতে, যেন সেখান থেকে একটি মাছিও বের না হতে পারে।
কিন্তু পুতিন হয়ত তার সিদ্ধান্ত পাল্টেছেন। এ কারণে আজভস্টালে হামলা করা শুরু করেছে রুশ বাহিনী।
তবে এ হামলা শুরু করার আগে রোববার প্রায় একশ বেসামরিক মানুষকে বের হওয়ার সুযোগ দেয় রাশিয়া।
যদিও বলা হচ্ছে এখনো আজভস্টালের প্লান্টের ভেতর প্রায় ২০০ বেসামরিক লোক আটকে আছেন।
সূত্র: আল জাজিরা
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।