Inqilab Logo

সোমবার ২৫ নভেম্বর ২০২৪, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২২ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বসুন্ধরা কিংস অ্যারেনা চায় আফগানিস্তান

স্পোর্টস রিপোর্টার | প্রকাশের সময় : ৩০ এপ্রিল, ২০২২, ৮:৩১ পিএম

বসুন্ধরা কিংস অ্যারেনায় কন্ডিশনিং ক্যাম্প করতে চায় আফগানিস্তান। এশিয়ান কাপের বাছাইয়ের ভেন্যু ভারতে যাওয়ার আগে মে মাসের শেষ দশদিন এই ক্যাম্প করার প্রস্তাব দিয়েছে তারা। মূলত বসুন্ধরা কিংস অ্যারেনার সুযোগ সুবিধা বিবেচনা করেই আফগানিস্তান এই প্রস্তাব দিয়েছে বলে জানা গেছে। কলকাতার বিশ্ব যুবভারতী স্টেডিয়ামে এশিয়ান কাপের বাছাইয়ে নামবেন আফগান ফুটবলাররা। বসুন্ধরা কিংসের সভাপতি ইমরুল হাসান শনিবার বলেন, ‘মৌখিকভাবে আমাদেরকে এই প্রস্তাব দিয়েছে আফগানিস্তান। তাদেরকে আনুষ্ঠানিকভাবে চিঠি দিতে বলেছি। তারা চিঠি দিলে আমরা অবশ্যই বিষয়টি ইতিবাচক মনোভাব দিয়ে বিবেচনা করবো।’ আগামী ১৮ মে কলকাতায় এএফসি কাপে বসুন্ধরা কিংসের খেলা। টুর্নামেন্ট খেলতে কলকাতার উদ্দেশ্যে কিংসরা ১৪ মে দেশ ছাড়বে। জাতীয় দল আবার ২১ থেকে ২৬ মে পর্যন্ত বসুন্ধরা কিংস অ্যারেনা অনুশীলনের জন্য ব্যবহার করবে। আফগানিস্তান চিঠি দিলে বাংলাদেশ জাতীয় দলের সূচি দেখে বিষয়টি সমন্বয় করবে কিংস কর্তৃপক্ষ।

 

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: আফগানিস্তান


আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ