Inqilab Logo

রোববার ১৭ নভেম্বর ২০২৪, ০২ অগ্রহায়ণ ১৪৩১, ১৪ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

দেশের সর্বত্র আজ দুর্ভিক্ষের পদধ্বনি

সিলেটে ইকবাল হাসান মাহমুদ টুকু

সিলেট ব্যুরো : | প্রকাশের সময় : ৩০ এপ্রিল, ২০২২, ১২:০১ এএম

বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু বলেছেন, জনগনের প্রতি সরকারের কোন দায়বদ্ধতা নেই। নিত্যপণ্য নিয়ে সরকার মানুষের সাথে উপহাস করছে। দেশের সর্বত্র আজ দুর্ভিক্ষের পদধ্বনি শোনা যাচ্ছে। মেঘা উন্নয়নের নামে মেঘা লুটপাট করে হাজার কোটি টাকা বিদেশে পাচার হচ্ছে। এই অবৈধ সরকারের হাত থেকে দেশকে রক্ষা করতে হবে। এজন্য প্রয়োজন একটি দুর্বার গণআন্দোলন। গত বৃহস্পতিবার বিকেলে সিলেট নগরীর আমান উল্লাহ কনভেশন সেন্টারে মহনাগর বিএনপির ইফতার মাহফিলে প্রধান বক্তার বক্তব্যে এসব কথা বলেন তিনি।

মহানগর বিএনপির আহ্বায়ক আব্দুল কাইয়ুম জালালী পংকী’র সভাপতিত্বে ও সদস্য সচিব মিফতাহ্ সিদ্দিকী, যুগ্ম আহ্বায়ক হুমায়ুন কবির শাহীন এবং রেজাউল হাসান কয়েস লোদীর পরিচালনায় বিশেষ বক্তার বক্তব্য রাখেন বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদির, মেয়র আরিফুল হক চৌধুরীসহ প্রমুখ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: বিএনপি


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ