Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ধ্বংসস্তূপেই ইস্টার পালন ইউক্রেনের

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২৫ এপ্রিল, ২০২২, ১১:৫০ এএম

রুশ বোমায় ঘরবাড়ি-আস্তানা বলতে কিছুই প্রায় অক্ষত নেই। আচমকা হামলা থেকে বাঁচতে মাটিতে গর্ত খুঁড়ে, তার আড়ালে রান্না-খাওয়া-শোওয়া। আগ্নেয়াস্ত্র হাতের মুঠোয় ধরে এ ভাবেই দিন কাটছে ইউক্রেনের বেশির ভাগ এলাকাবাসীর। আর এ ভাবেই বছরের সবচেয়ে বড় উৎসব অর্থোডক্স ইস্টার পালন করলেন তারা।

২৪ ফেব্রুয়ারি যুদ্ধ শুরু হয়েছিল। আজ ঠিক দু’মাস। কার্যত ধ্বংসস্তূপের উপরে দাঁড়িয়ে রয়েছে ইউক্রেন। এর মধ্যেই সমস্ত নিয়ম মেনে ইস্টার পালন করা হল। ক্যাথিড্রাল থেকে ভিডিও বার্তায় প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি দেশবাসীর উদ্দেশে বলেছেন, ‘জয় আসবেই।’ রাশিয়াতেও ইস্টার পালন হচ্ছে। দু’দেশের ভাষা, বেশ, খাদ্য— সবই প্রায় এক। উৎসব তাদেরও। যদিও ধর্মীয় অনুষ্ঠানের দিনটিতেও একই রকম বিধ্বংসী মস্কো।

মারিউপোলের আজভস্টল কারখানায় ফের গোলাবর্ষণ শুরু হয়েছে। হামলা চলছে অন্যত্রও। ইউক্রেনের প্রেসিডেন্টের উপদেষ্টা মিকাইলো পোডোলিয়াক বলেন, ‘রাশিয়া যা-ই বলুক, ওরা আজভস্টল ইস্পাত কারখানাটিকে সম্পূর্ণ ভাবে ঘিরে রেখে টানা গোলাগুলি চালিয়ে যাচ্ছে। রাশিয়ার বোমার হাত থেকে বাঁচতে কারখানার নীচে বাঙ্কারে আশ্রয় নিয়েছিলেন সেনাবাহিনী ও সাধারণ মানুষ। তারা এখনও আটকে রয়েছেন।

গত পরশু রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ঘোষণা করেন, মারিউপোল ‘স্বাধীন’ ও তার বাহিনীর দখলে চলে এসেছে। ইস্টারের কথা মাথায় রেখে রাশিয়াকে সন্ধি করার আবেদনও জানিয়েছেন পোডোলিয়াক। সাধারণ মানুষকে উদ্ধারে তারা সমঝোতা করতেও রাজি বলে জানিয়েছেন তিনি। রাশিয়ার পক্ষ থেকে অবশ্য এর কোনও সদুত্তর মেলেনি। রোববারও মারিউপোল থেকে সাধারণ মানুষকে উদ্ধার করা যায়নি। লাগাতার গোলাবর্ষণে মারিউপোল-জপুরিজিয়া মানব করিডর বন্ধ হয়ে পড়েছিল।

জেলেনস্কি জানিয়েছেন, কিয়েভে যাচ্ছেন আমেরিকার পররাষ্ট্রসচিব অ্যান্টনি ব্লিঙ্কেন এবং প্রতিরক্ষা সচিব লয়েড অস্টিন। ওয়াশিংটনের তরফে অবশ্য এ বিষয়ে কিছু জানানো হয়নি। জেলেনস্কি বলেন, ‘পরিস্থিতি আর একটু নিরাপদ মনে হলে আশা করি আমেরিকান প্রেসিডেন্ট জো বাইডেনও কিয়েভে আসবেন।’ সূত্র: এপি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: রুশ


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ