Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ওডেসায় পশ্চিমাদের পাঠানো অস্ত্র ধ্বংসের দাবি রাশিয়ার

অনলাইন ডেস্ক | প্রকাশের সময় : ২৪ এপ্রিল, ২০২২, ১:৩৬ পিএম

ইউক্রেনের দক্ষিণাঞ্চলে বন্দরনগরী ওডেসায় হামলা চালিয়ে বিদেশি অস্ত্রের চালান ধ্বংস করা হয়েছে বলে জানিয়েছে রাশিয়া। কিয়েভের দাবি, এতে অন্তত পাঁচজন নিহত হয়েছে, এবং নিহতদের মধ্যে তিনমাস বয়সী এক শিশুও রয়েছে। আহত হয়েছে আরো ১৮ জন।

শনিবার সন্ধ্যায় রুশ সামরিক বাহিনীর মুখপাত্র মেজর জেনারেল ইগর কনাশেনকভ বলেছেন, 'দূরের লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম উচ্চ ক্ষমতাসম্পন্ন ক্ষেপণাস্ত্র দিয়ে ওডেসার কাছে একটি বিমানঘাঁটিতে হামলা চালানো হয়। এর ফলে সেই ঘাঁটিতে রাখা যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় দেশগুলো থেকে পাঠানো অস্ত্রের মজুদ ধ্বংস হয়ে যায়।’

তিনি বলেন, ইউক্রেনে অস্ত্র না পাঠাতে রাশিয়া প্রতিনিয়ত ন্যাটোকে সতর্ক করে আসছে। সেসব অস্ত্রের চালানে হামলা চালানোকে রাশিয়ার আইনগত অধিকার বলে মনে করে। ওডেসার জরুরি সেবা বিভাগের বার্তায় বলা হয়, 'শত্রুদের গোলার আঘাতে' একটি ১৬-তলা আবাসিক ভবনে আগুন যায়। তা নেভাতে প্রায় আড়াই ঘণ্টা সময় লাগে।

ওডেসা শহরের কর্তৃপক্ষ বলছে, দুটি ক্ষেপণাস্ত্র ভূপাতিত করা হয়। তবে অন্য দুটি ক্ষেপণাস্ত্র একটি সামরিক স্থাপনায় এবং আরো দুটি কিছু আবাসিক ভবনে আঘাত করে। রাশিয়ার নৌবাহিনী এই বন্দর শহরটি অবরোধ করে রেখেছে। এর আগে ওডেসার ওপর বিচ্ছিন্নভাবে গোলাবর্ষণ করা হলেও এরকম হামলা কখনো হয়নি।

ইউক্রেনের পূর্বাঞ্চলীয় লুহানস্ক অঞ্চলের গভর্নর বলছেন, সেখান শহরগুলোর ওপর রুশ বাহিনী বিরামহীনভাবে গোলাবর্ষণ করছে এবং তা ক্রমশঃই আরো তীব্র হচ্ছে। সারবিই হাইদাই বলেন, ২৫ হাজার লোক অধ্যুষিত পোপসানা শহরে রাস্তায় রাস্তায় যুদ্ধ হচ্ছে এবং এখানে দু'জন লোক নিহত হয়েছে।

তিনি আরো জানান, রুশ বাহিনী বিদ্যুতের লাইন এবং সাবস্টেশনগুলোর ওপর আঘাত হানছে। একটি পাম্পিং স্টেশনের বিদ্যুত কেন্দ্রে গোলা এসে পড়ার পর কিছু শহরে পানি সরবরাহ বন্ধ হয়ে গেছে। প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির উপদেষ্টা ওলেক্সেই আরিস্টোভিচ বলেন, ডনবাস অঞ্চলে রুশ বাহিনী এখন স্লোভিয়ানস্ক এবং ক্রামাটরস্ক শহর দুটির ওপর আক্রমণ জোরদার করছে। সূত্র: আরটি, বিবিসি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ইউক্রেন-রাশিয়া


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ