Inqilab Logo

সোমবার, ১০ জুন ২০২৪, ২৭ জ্যৈষ্ঠ ১৪৩১, ০৩ যিলহজ ১৪৪৫ হিজরী

ইউক্রেন সঙ্কটে কারা লাভবান তা সবাই দেখতে পায়: চীন

অনলাইন ডেস্ক | প্রকাশের সময় : ২৩ এপ্রিল, ২০২২, ২:৩৭ পিএম

চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র চাও লি চিয়েন শুক্রবার বেইজিংয়ে এক নিয়মিত সংবাদ সম্মেলনে বলেন, প্রায় দুই মাস রাশিয়া ও ইউক্রেনের মধ্যে সংঘর্ষ হয়েছে। সংঘর্ষ থেকে কারা লাভবান হয়েছে- সবাই তা স্পষ্ট দেখতে পায়।

মুখপাত্র বলেন, রাশিয়া-ইউক্রেন সংঘর্ষ শুরু হওয়ার পর থেকে, ইউরোপকে সরাসরি পরিণতি ভোগ করতে হয়েছে। শরণার্থী, জ্বালানি সম্পদ এবং অর্থনীতিসহ বিভিন্ন সংকট একের পর এক এসেছে।

বর্তমানে ৫০ লাখেরও বেশি ইউক্রেনের মানুষ প্রতিবেশী ইউরোপীয় দেশে গিয়েছে। রাশিয়ার বিরুদ্ধে বড় আকারের শাস্তির কারণে ইউরোপের অনেক অর্থনৈতিক সূচক অবনতি ঘটেছে।

মুখপাত্র বলেন, ইউক্রেন সংকট সূচনাকারী হিসেবে, যুক্তরাষ্ট্রে কোনও নেতিবাচক প্রভাব পড়েনি। মার্চ মাসে মাত্র ১২জন ইউক্রেনের শরণার্থী যুক্তরাষ্ট্রে গিয়েছে। সূত্র: সিআরআই।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: চীন


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ