Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

মারা গেলেন দীর্ঘতম সময় ধরে সংক্রমিত করোনা রোগী

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২৩ এপ্রিল, ২০২২, ২:২৭ পিএম

কোভিডে ভুগেছেন প্রায় ১৮ মাস। নির্দিষ্ট করে বললে ৫০৫ দিন। শেষ পর্যন্ত হার মানলেন ব্রিটেনের সেই রোগী।

মহামারির সূচনা থেকে এ যাবত এত দীর্ঘ সময় ধরে সংক্রমিত থাকার নজির আর কোনও রোগীর নেই বলেই খবর। ওই রোগীর নামধাম-সহ ব্যক্তিগত খুঁটিনাটি সম্বন্ধে বিশেষ কিছু জানা যায়নি।

এমনকি তার বয়স বা টিকাকরণের ইতিহাস সম্বন্ধেও বাকি পৃথিবী অন্ধকারে। তবে চিকিৎসকরা জানিয়েছেন, তার রোগপ্রতিরোধ ক্ষমতা প্রবল ভাবে ক্ষতিগ্রস্ত হয়েছিল।

ওই রোগীর সম্বন্ধে যে তথ্য সবচেয়ে গুরুত্বপূর্ণ হল ওই রোগী করোনাভাইরাসের আলফা, গামা, ওমিক্রন-সহ ১০টি মিউটেশনের শিকার হয়েছিলেন। তার সংক্রমণের দীর্ঘ ইতিহাস এখন রীতিমতো গবেষণার বিষয় হয়ে দাঁড়িয়েছে। সূত্র: ইউকে স্ট্যান্ডার্ড।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ব্রিটেন


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ