বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
কমলাপুর রেলওয়ে স্টেশনে টিকিট পেতে পুরুষের দীর্ঘ লাইন থাকলে স্বস্তি দেখা গেছে নারীদের লাইনে। লাইন ছোট হওয়ায় সহজেই টিকিট পাচ্ছেন তারা। এখানে ১৮-১৯ নাম্বার কাউন্টারে নারীদের টিকিট দেওয়া হচ্ছে।
শনিবার (২৩ এপ্রিল) সকাল সাড়ে আটটার দিকে টিকিট পাওয়া এক নারী জানান, সেহেরি খেয়ে এসে লাইনে দাঁড়িয়েছি। কাউন্টার খোলার মাত্র আধা ঘণ্টার মধ্যে টিকিট হাতে পেলাম। এত সহজে পাবো ভাবতে পারিনি।
এসময় লাইনে কাউন্টারের কাছাকাছি থাকা আরেক নারী বলেন, ভোরে সেহেরি খেয়ে লাইনে আছি। আর কয়েকজনের পরেই পেয়ে যাবো আশা করছি।
পুরুষদের লাইনে কিছুটা বিশৃঙ্খলা হই-হুল্লোড় থাকলেও এখানে ছিল কিছুটা শান্ত-শিষ্ট। তবে প্রত্যেক নারীর সঙ্গে পুরুষ বা অন্য কোনো সহকর্মীকে আসতে দেখা গেছে।
আসন্ন ঈদ-উল-ফিতর উপলক্ষে ঘরমুখো যাত্রীদের জন্য ট্রেনের টিকিট বিক্রি শনিবার সকাল ৮টা থেকে শুরু হয়। চলবে ২৭ এপ্রিল পর্যন্ত। প্রতিদিন সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত টিকিট বিক্রি করা হবে। ইন্টারনেটেও ই-টিকিটিংয়ের মাধ্যমে অগ্রিম টিকিট বিক্রি সকাল ৮টা থেকে শুরু হয়েছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।