Inqilab Logo

বৃহস্পতিবার ২১ নভেম্বর ২০২৪, ০৬ অগ্রহায়ণ ১৪৩১, ১৮ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

চীনে মার্কিন নাগরিকের মৃত্যুদণ্ড

অনলাইন ডেস্ক | প্রকাশের সময় : ২২ এপ্রিল, ২০২২, ১০:৩৭ এএম

মার্কিন নাগরিক শাদেদ আব্দুল মতিনকে মৃত্যুদণ্ড দিয়েছেন চীনের একটি আদালত। গতকাল বৃহস্পতিবার তার বিরুদ্ধে এ রায় দেওয়া হয়েছে। চীনের রাষ্ট্রীয় সম্প্রচারকারী সিসিটিভির বরাত দিয়ে খবর প্রকাশ করেছে বার্তা সংস্থা রয়টার্স।

প্রতিবেদনে বলা হয়েছে, আব্দুল মতিনের বিরুদ্ধে অভিযোগ, তিনি তার সাবেক প্রেমিকাকে হত্যা করেছেন। ২১ বছর বয়সী ওই নারী চীনা নাগরিক ছিলেন।
ঝেজিয়াং প্রদেশের নিংবো ইন্টারমিডিয়েট পিপলস কোর্ট বলেছেন, ২০১৯ সালের জুনে প্রেমিকার সঙ্গে সম্পর্ক ভাঙে ওই মার্কিন নাগরিকের। তখন সম্পর্ক ভাঙা নিয়ে মতবিরোধের পর, আসামী নিংবোতে একটি বাস স্টপে সাবেক প্রেমিকা চেনের সঙ্গে দেখা ও কথা বলার ব্যবস্থা করেন আব্দুল মতিন। সেখানেই চেনকে ছুরি দিয়ে হত্যা করেন অভিযুক্ত।

আদালত বলেন, আসামী পূর্বপরিকল্পিত ও প্রতিশোধমূলকভাবে এ হত্যাকাণ্ড ঘটিয়েছে। ছুরি দিয়ে সে ভিকটিমের মুখ ও ঘাড় বেশ কয়েকবার কেটেছে। এর ফলে চেনের মৃত্যু হয়।

এদিকে, মার্কিন স্টেট ডিপার্টমেন্টের এক কর্মকর্তা বলেছেন, তারা বিষয়টি পর্যবেক্ষণ করছে। তবে গোপনীয়তার কারণে আর কোনো মন্তব্য করতে রাজি হয়নি। সূত্র : রয়টার্স।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: চীন


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ