Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ইউক্রেন সংকট সমাধানে চীনের চার প্রস্তাব

অনলাইন ডেস্ক | প্রকাশের সময় : ২০ এপ্রিল, ২০২২, ১:২০ পিএম

স্থানীয় সময় মঙ্গলবার জাতিসংঘ নিরাপত্তা পরিষদে ইউক্রেনের মানবিক সংকট নিয়ে আলোচনা হয়েছে।

তাতে জাতিসংঘে নিযুক্ত চীনের স্থায়ী প্রতিনিধি জাং চুন বলেন, ইউক্রেন সংঘর্ষ গুরুতর মানবিক পরিস্থিতিসহ নানা রকম দুর্যোগ সৃষ্টি করেছে। চীন তার উপর গভীর উদ্বেগ প্রকাশ করে চারটি প্রস্তাব দেয়।

১. যথাসাধ্য চেষ্টা চালিয়ে বেসামরিক নাগরিকদের ওপর আঘাত কমানো। চীন আবারো বিবাদমান পক্ষগুলোকে সর্বাধিক মাত্রায় সংযমপূর্ণ মনোভাব নিয়ে আন্তর্জাতিক মানবিক আইন মেনে বেসামরিক নাগরিক ও স্থাপনার নিরাপত্তা রক্ষার তাগিদ দেয়।

২. শরণার্থী সমস্যা মোকাবিলা করা। আন্তর্জাতিক সমাজের উচিত সমন্বয় জোরদার করে শরণার্থী গ্রহণকারী দেশগুলোকে আরো বেশি সমর্থন দেয়া।

৩. কূটনৈতিক আলোচনা ত্বরান্বিত করা। চীন রাশিয়া ও ইউক্রেনকে সংলাপে অবিচল থেকে অব্যাহতভাবে মতভেদ কমিয়ে যুদ্ধবিরতির জন্য পরিবেশ তৈরির আহ্বান জানায়।

৪. নিষেধাজ্ঞায় তৈরি নেতিবাচক ঝুঁকির উপর গুরুত্ব দেয়ার পাশাপাশি তাকে নির্মূল করা। সংঘর্ষের প্রভাব বিভিন্ন উন্নয়নশীল দেশের ওপর পড়ছে। তাই আন্তর্জাতিক সমাজের উচিত খাদ্য, জ্বালানি সরবরাহ এবং স্থিতিশীল দাম বজায় রেখে অ-প্রয়োজনীয় রপ্তানি এড়ানো। সূত্র: সিজিটিএন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: চীন


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ