মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
স্থানীয় সময় মঙ্গলবার জাতিসংঘ নিরাপত্তা পরিষদে ইউক্রেনের মানবিক সংকট নিয়ে আলোচনা হয়েছে।
তাতে জাতিসংঘে নিযুক্ত চীনের স্থায়ী প্রতিনিধি জাং চুন বলেন, ইউক্রেন সংঘর্ষ গুরুতর মানবিক পরিস্থিতিসহ নানা রকম দুর্যোগ সৃষ্টি করেছে। চীন তার উপর গভীর উদ্বেগ প্রকাশ করে চারটি প্রস্তাব দেয়।
১. যথাসাধ্য চেষ্টা চালিয়ে বেসামরিক নাগরিকদের ওপর আঘাত কমানো। চীন আবারো বিবাদমান পক্ষগুলোকে সর্বাধিক মাত্রায় সংযমপূর্ণ মনোভাব নিয়ে আন্তর্জাতিক মানবিক আইন মেনে বেসামরিক নাগরিক ও স্থাপনার নিরাপত্তা রক্ষার তাগিদ দেয়।
২. শরণার্থী সমস্যা মোকাবিলা করা। আন্তর্জাতিক সমাজের উচিত সমন্বয় জোরদার করে শরণার্থী গ্রহণকারী দেশগুলোকে আরো বেশি সমর্থন দেয়া।
৩. কূটনৈতিক আলোচনা ত্বরান্বিত করা। চীন রাশিয়া ও ইউক্রেনকে সংলাপে অবিচল থেকে অব্যাহতভাবে মতভেদ কমিয়ে যুদ্ধবিরতির জন্য পরিবেশ তৈরির আহ্বান জানায়।
৪. নিষেধাজ্ঞায় তৈরি নেতিবাচক ঝুঁকির উপর গুরুত্ব দেয়ার পাশাপাশি তাকে নির্মূল করা। সংঘর্ষের প্রভাব বিভিন্ন উন্নয়নশীল দেশের ওপর পড়ছে। তাই আন্তর্জাতিক সমাজের উচিত খাদ্য, জ্বালানি সরবরাহ এবং স্থিতিশীল দাম বজায় রেখে অ-প্রয়োজনীয় রপ্তানি এড়ানো। সূত্র: সিজিটিএন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।