Inqilab Logo

শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১, ১৭ শাওয়াল ১৪৪৫ হিজরী

কুয়েতের বাজারে গণইফতারে শরিক ১১ সহস্রাধিক রোজাদার

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১৮ এপ্রিল, ২০২২, ১২:০০ এএম

মহানবী মুহাম্মাদুর রসূলুল্লাহ সল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এরশাদ করেন, ‘যে ব্যক্তি রোজাদারকে ইফতার করাবে সে রোজাদারের সমান সওয়াবের অধিকারী হবে, তবে রোজাদারের সওয়াবের কোনো প্রকার কমতি হবে না। এমনকি কেউ যদি একঢোক পানি পান করিয়ে ইফতার করায় তাহলেও একই সমান সওয়াব পাওয়া যাবে’।
এ সওয়াবের আশায় মানুষ রোজাদারকে ইফতার করিয়ে তৃপ্ত হতে চান। পৃথিবীর সকল প্রান্তে রোজাদারদের ইফতার করানোর আমল চালু আছে। যেমন ধরা যাক কুয়েতের কথা। সেখানকার একটি বাজারে একটি গণইফতার পার্টির আয়োজন করা হয়, যেখানে ১১ হাজার ২০০ জনকে ইফতার পরিবেশন করা হয়েছিল।
গত শুক্রবার জুমা বাজারে পার্টি অনুষ্ঠিত হয় যেখানে স্বেচ্ছাসেবক এবং খাবার পরিবেশক হিসাবে বেশ কয়েকটি বেসরকারি সংস্থা ইভেন্টে নিযুক্ত ছিল।

‘বাজারের অভ্যন্তরে দুটি পথ ধরে প্রসারিত ইফতার ভোজ কুয়েতের পুরুষ ও মহিলাদের প্রচেষ্টা এবং সহযোগিতা এবং সেইসাথে উপকারকারীদের সমর্থন ছাড়া সম্পন্ন হত না’, বলেছেন মানবতাবাদের যুবরাজ স্বেচ্ছাসেবী গ্রুপের প্রতিষ্ঠাতা আলি সালাহ। তিনি যোগ করেন, ‘এটি সবচেয়ে বড় আয়োজন। এ ধরনের আয়োজনের পরিকল্পনা করেন সালাহ নিজেই। সূত্র : আল রাই।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: কুয়েত


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ