মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
মাথাপিছু আয়ের দিক দিয়ে আরব বিশ্বে সবচেয়ে ভালো অবস্থানে রয়েছে কাতার। সেখানে গড় মাথাপিছু আয় ১ লাখ ৮৩ হাজার একশ মার্কিন ডলার। ক্রেডিট সুইস ব্যাংকের গ্লোবাল ওয়েলথ রিপোর্টের বরাত দিয়ে দৈনিক আল-আনবা এ তথ্য জানিয়েছে। এক প্রতিবেদনে বলা হয়েছে, কাতারের পর মাথাপিছু আয় ১ লাখ ৭১ হাজার ৩শ ইউএস ডলার নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে কুয়েত। সংযুক্ত আরব আমিরাত ১ লাখ ২২ হাজার ৮শ ডলার নিয়ে তৃতীয় স্থানে, বাহরাইন ৯৮ হাজার ডলার নিয়ে চতুর্থ স্থানে এবং সৌদি আরব ৮৪ হাজার ৪শ ডলার নিয়ে পঞ্চম স্থানে রয়েছে। এছাড়া ষষ্ঠ স্থানে ওমান, সপ্তম স্থানে জর্ডান, অষ্টম স্থানে মিশর, নবম স্থানে তিউনিসিয়া এবং ইরাক রয়েছে দশম স্থানে। মানিলিংক ওয়েবসাইটের প্রতিবেদন অনুযায়ী, কুয়েত মধ্যপ্রাচ্যের অন্যতম ধনী দেশ কারণ এর প্রচুর পরিমাণে অপরিশোধিত তেলের সরবরাহ রয়েছে। এর মজুদ তেল কৌশলগতভাবে বিশ্বের ধনী দেশের তালিকায় একটি উন্নত অবস্থান সুরক্ষিত করার জন্য ব্যবহার করা হয়েছে। কুয়েত ভৌগলিকভাবে একটি ছোট দেশ, তবুও এটি প্রায় ১০২ বিলিয়ন ব্যারেল তেলের রিজার্ভের মাধ্যমে একটি সমৃদ্ধ অর্থনীতি দেশের পরিণত হয়েছে যা মোট বৈশ্বিক রিজার্ভের ছয় শতাংশ। এই তেলের আয় দেশের মোট দেশজ উৎপাদনের (জিডিপি) প্রায় অর্ধেক এবং সরকারি আয়ের ৯০ শতাংশ অবদান রাখে। আল-আনবা।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।