Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সিংহকে কোলে জাপটে ধরে রাস্তা দিয়ে হাঁটছেন মহিলা! ভিডিও ভাইরাল

অনলাইন ডেস্ক | প্রকাশের সময় : ৫ জানুয়ারি, ২০২২, ৪:০১ পিএম

রাস্তা দিয়ে হন হন করে হাঁটছেন এক মহিলা। দু’হাতে জাপটে ধরা একটা সিংহ। নিজেকে ছাড়ানোর মরিয়া চেষ্টা করছিল সিংহটি। মাঝে মধ্যে গোঁ গোঁ শব্দ করে গর্জন করছিল। ভাবগতিক দেখে মনে হচ্ছিল যেন ছাড়া পেলেই মহিলার উপর ঝাঁপিয়ে পড়বে।

কিন্তু মহিলাও নাছোড়। যত নড়নচড়ন, ততই সিংহকে জাপটে ধরার চেষ্টা করতে দেখা গেল তাঁকে। মাঝেমধ্যে সিংহটি থাবা মারার চেষ্টা করছিল। কিন্তু মহিলা সেটাকেও সামলে নিচ্ছিলেন। কুকুর বা বিড়াল জাতীয় কোনও পোষ্যকে কোলে করে নিয়ে যেতে দেখা গিয়েছে। কিন্তু সিংহ? না, এ দৃশ্য বোধ হয় খুব কমই দেখা গিয়েছে।

জানা গিয়েছে ভাইরাল হওয়া ভিডিওটি কুয়েতের। মিডল ইস্ট মনিটর জানিয়েছে, খাঁচা ভেঙে পালিয়েছিল সিংহটি। লোকালয়ে ঢুকে পড়েছিল সেটি। যার জেরে সাভাইয়া এলাকায় আতঙ্ক ছড়ায়। দাবি করা হচ্ছে, সিংহটির মালিক ওই মহিলা। স্থানীয়দের থেকে সিংহের খবর পেয়েই তাকে ধরে নিয়ে আসতে গিয়েছিলেন।

লোকালয় থেকে প্রায় বগলদাবা করে সিংহটিকে বাড়িতে নিয়ে যান তিনি। কিন্তু সিংহটি যেন তার বাসায় ফিরতে চাইছিল না! আর তাই সেটি মহিলার কবল থেকে নিজেকে মুক্ত করার মরিয়া চেষ্টা করছিল। সূত্র: মিডল ইস্ট মনিটর।

ভিডিও লিংক 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: কুয়েত


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ