বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
‘বছরের প্রথম দিনটা স্মরণীয় হয়ে থাক’-ফেসবুকে এমন স্ট্যাটাস দেয়ার পর খুলনায় গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেছে অর্পিতা মল্লিক জয়া (১৫) নামে এক স্কুল ছাত্রী। বৃহস্পতিবার মধ্যরাতে তার ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়। সে উপজেলার শোভনা গ্রামের অসিত মল্লিকের মেয়ে। তার মা কৃষ্ণা মল্লিক ডুমুরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের নার্স। স্থানীয় ডুমুরিয়া সরকারি বালিকা বিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী ছিল জয়া।
ডুমুরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ কনি মিঞা জানান, বৃহস্পতিবার দুপুরে বাবা-মার সঙ্গে অর্পিতা পাশের এক আত্মীয়র বাড়িতে বেড়াতে যায়। সন্ধ্যার দিকে সে একাই বাড়ি ফেরে।
পরে রাত ১০টার দিকে তার বাবা-মা এসে ঘরের দরজা ভেতর থেকে বন্ধ দেখতে পান। অনেক ডাকাডাকির পরও মেয়ের সাড়া না পেয়ে তারা জানালা দিয়ে দেখতে পান ঘরের আড়ার সঙ্গে তাদের মেয়ের মরদেহ ঝুলছে। পরে মধ্যরাতে পুলিশ মরদেহ উদ্ধার করে। তিনি আরও জানান, সুরতহালে অর্পিতার শরীরে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। তাই ধারণা করা হচ্ছে সে আত্মহত্যা করেছে। ময়না তদন্তের রিপোর্ট পেলে বোঝা যাবে এটি হত্যা নাকি আত্মহত্যা। বৃহষ্পতিবার সর্বশেষ ফেসবুকে এক স্ট্যাটাসে সে লিখেছিল-‘বছরের প্রথম দিনটা স্মরণীয় হয়ে থাক।’
এ ঘটনায় মা কৃষ্ণা মল্লিক থানায় একটি অপমৃত্যুর মামলা করেছেন। ময়নাতদন্তের জন্য মরদেহ শুক্রবার সকালে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।