Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ট্রেন চলাচল বন্ধ চট্টগ্রামে যাত্রীদুর্ভোগ

চট্টগ্রাম ব্যুরো | প্রকাশের সময় : ১৩ এপ্রিল, ২০২২, ১০:২৬ এএম

ট্রেন চালানোর ক্ষেত্রে অতিরিক্ত ডিউটি ভাতা অর্থ মন্ত্রণালয় থেকে বাতিলের কারণে চালক, শ্রমিক ও কর্মচারিরা কর্মবিরতি শুরু করেছেন। ফলে চট্টগ্রাম থেকে ট্রেন চলাচল বন্ধ রয়েছে। এতে চরম দুর্ভোগের শিকার হচ্ছেন যাত্রীরা। পূর্ব ঘোষণা ছাড়াই এমন কর্মসূচিতে যাত্রীদের ক্ষোভ অসোন্তষ প্রকাশ করতে দেখা যায়।
বুধবার সকালে চট্টগ্রাম রেলস্টেশনে ঢাকা ও সিলেটমুখী দুইটি ট্রেন গন্তব্যে ছেড়ে যায়নি। চট্টগ্রাম রেলস্টেশনের ম্যানেজার রতন কুমার চৌধুরী জানান, সকাল ৭টা ২০ মিনিটে সুবর্ণ এক্সপ্রেস ঢাকার উদ্দেশে এবং এরপর পাহাড়িকা এক্সপ্রেস সিলেটের উদ্দেশে ছাড়ার কথা থাকলেও ছেড়ে যায়নি। মাইলেজের জন্য ট্রেনের লোকোমাস্টার, গার্ড, টিটিরা কর্মবিরতি পালন করছেন। শুধু রেলওয়ে পূর্বাঞ্চলে নয়, একই কারণে সারাদেশে ট্রেন চলাচল বন্ধ রয়েছে। বাংলাদেশ রেলওয়ে রানিং স্টাফ শ্রমিক ও কর্মচারী সমিতি (পূর্বাঞ্চল) এর সভাপতি মো. মজিবুর রহমান বলেন, রানিং স্টাফরা অতিরিক্ত বেতন-ভাতা পেয়ে এলেও গত দুই বছর ধরে তা দিতে গড়িমসি করা হচ্ছে। এর আগেও কর্মবিরতি পালন করেছিলাম। রেল সচিব এ বিষয়টি সমাধানের আশ্বাস দিয়েছিলেন। কিন্তু তা না মেনে অতিরিক্ত ভাতা বাতিল করে মঙ্গলবার অর্থ মন্ত্রণালয় থেকে প্রজ্ঞাপন জারি করা হয়েছে। তাই রানিং স্টাফরা ট্রেন চালানো বন্ধ রেখেছেন।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: চট্টগ্রাম

৩০ জানুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ