মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
গতকাল (সোমবার) অস্ট্রিয়ার চ্যান্সেলর কার্ল নেহামা রাশিয়া সফর করেন এবং মস্কোয় প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠকে মিলিত হন।
বৈঠকের পর প্রকাশিত এক লিখিত বক্তব্যে নেহামা বলেন, পুতিনের সঙ্গে বৈঠক ছিল ‘খুব সরাসরি, উন্মুক্ত ও কঠিন’। পুতিনের সঙ্গে তিনি সবচেয়ে গুরুত্বপূর্ণ যে-কথাটি বলেছেন সেটি হচ্ছে, যুদ্ধ বন্ধ করতেই হবে। তাঁর এবারের মস্কো সফর ‘মৈত্রী সফর’ ছিল না বলেও তিনি উল্লেখ করেন।
নেহামা আরও বলেন, রাশিয়ার ওপর ইইউ’র নিষেধাজ্ঞা অব্যাহত থাকবে। আর ইউক্রেনে হত্যাযজ্ঞ চলতে থাকলে ভবিষ্যতে নিষেধাজ্ঞা আরও কঠোর হবে।
এদিকে, অস্ট্রিয়ার তথ্যমাধ্যমের খবর অনুযায়ী, বৈঠক প্রায় ৭৫ মিনিট স্থায়ী হয়। বৈঠকের কোনো ছবি বা যৌথবিবৃতি প্রকাশিত হয়নি। সূত্র: সিআরআই।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।