বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
ভোলার চরফ্যাশন উপজেলার দুলারহাটে বৈদ্যুতিক শক দিয়ে মাছ ধরার সময় তারের সঙ্গে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মাহাবুব হাসান নামে এক কলেজ পড়ুয়া ছাত্রের মৃত্যু হয়েছে।
রোববার (১০ এপ্রিল) দিবাগত রাত ২টার দিকে দুলারহাট থানার নীলকমল ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডে তার নিজ বাড়িতে এ ঘটনা ঘটে।
দুলারহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোরাদ হাসান সোমবার (১১ এপ্রিল) সকাল সাড়ে ১১টার দিকে এই তথ্য নিশ্চিত করেছেন।
মাহাবুব হাসান ওই এলাকার মো. রফিজল ইসলাম কবিরের ছেলে। এবং চরফ্যাশন সরকারি কলেজের অনার্স ৩য় বর্ষের ছাত্র।
পরিবারের সদস্যদের বরাত দিয়ে ওসি জানান, রোববার রাতে নিজ বাড়ির মিটার থেকে বিদ্যুৎ সংযোগ দিয়ে পাশের পুকুরে মাছ ধরতে যায় হাসান। একটি পুকুরে বৈদ্যুতিক শক দিয়ে মাছ ধরা সম্পূর্ণ করা শেষে অন্য আরেকটি পুকুরে মাছ ধরার প্রস্তুতি নেওয়ার সময় তারের সঙ্গে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর আহত হন তিনি। এর কিছুক্ষণ পর ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
বিষয়টি তিনি জেনে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তবে কোনো অভিযোগ না থাকায় লাশ তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।