বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
বগুড়ার নন্দীগ্রাম উপজেলায় বাড়ির সীমানায় গাছ লাগানো নিয়ে চাচার কিল-ঘুষি ও লাঠির আঘাতে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। গতকাল শুক্রবার রাত ৮টার দিকে উপজেলার ভাটরা ইউনিয়নের নাগরকান্দি গ্রামে এ ঘটনা ঘটে।
নিহতের নাম মানিক শাহ (৪০)। ঘটনার পর অভিযুক্ত চাচা ও তার ছেলে পালিয়েছেন।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্র জানায়, শুক্রবার সন্ধ্যায় মানিক শাহ্ তার বাড়ির সীমানায় একটি সজনে গাছ লাগাতে যান। এ সময় তার চাচা জাহাঙ্গীর শাহ্ তাকে বাধা দেন। এ নিয়ে তাদের মধ্যে কথা-কাটাকাটি হয়। এক পর্যায়ে তার বুকে কিল-ঘুষি মারাসহ মাথায় লাঠি দিয়ে আঘাত করেন জাহাঙ্গীর ও তার ছেলে রুহুল আমিন। এতে মানিক লুটিয়ে পড়েন। পরে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে তার মৃত্যু হয়।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।