পশ্চিম তীরে সহিংসতা আঞ্চলিক স্থিতিশীলতার জন্য হুমকিস্বরূপ
জর্ডানের বাদশাহ আবদুল্লাহ মার্কিন প্রতিরক্ষামন্ত্রী লয়েড অস্টিনের সঙ্গে বৈঠক করেছেন। এই বৈঠকে তিনি বলেছেন, ফিলিস্তিনের
প্রতিবেশী সিরিয়ার সঙ্গে আলোচনা শুরুর সম্ভাবনা খতিয়ে দেখছে তুরস্কের সরকার। এ নিয়ে নিজেদের মধ্যে আলোচনা চলছে বলে জানিয়েছে তুর্কি গণমাধ্যম।একটি জ্ঞাত সূত্রের বরাত দিয়ে তুরস্কের হুররিয়াত পত্রিকা সোমবার জানিয়েছে, সিরিয়ার সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার বিষয়ে আঙ্কারায় আলোচনা চলছে। পত্রিকাটি বলেছে, তুর্কি সরকার স¤প্রতি যে ভারসাম্যপূর্ণ নীতি গ্রহণ করেছে এবং ইউক্রেন সংকট সমাধানে যে ভ‚মিকা পালন করছে তা থেকে আঙ্কারা মনে করে সিরিয়ার সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার এটাই সবচেয়ে উপযুক্ত সময়। দৈনিক হুররিয়াত বলছে, সিরিয়ার সঙ্গে বিদ্যমান সম্পর্ককে উন্নত করতে পারে তুরস্ক এবং বর্তমান পরিস্থিতি তুরস্কের জন্য সুযোগের নতুন দরজা খুলে দিতে পারে। এতে কুর্দিস্তান ওয়ার্কার্স পার্টি বা পিকেকে ইস্যুরও সমাধান আসতে পারে। হুররিয়াত পত্রিকা জানিয়েছে, সিরিয়ার ঐক্যবদ্ধ কাঠামো ও ভৌগোলিক অখÐতা রক্ষা, শরণার্থীদের নিরাপদে দেশে ফেরা এবং পিকেকে’র তৎপরতার মতো তিনটি বিষয়কে সামনে রেখে তুর্কি সরকার আলোচনা এগিয়ে নিতে চায়। ২০১১ সালে সিরিয়ায় বিদেশী মদদপুষ্ট সন্ত্রসীদের সহিংসতা শুরু হলে তুরস্ক সরকার বাশার আল-আসাদ সরকারের বিরুদ্ধে অবস্থান নেয় এবং আমেরিকা ও পশ্চিমা দেশগুলোর সঙ্গে গাঁটছড়া বেধে সিরিয়ার বিভিন্ন সন্ত্রাসী গোষ্ঠীকে মদদ দেয়। এ নিয়ে সিরিয়া সরকারের সঙ্গে তুরস্কের সম্পর্কের চরম অবনতি ঘটে। হুররিয়াত।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।