Inqilab Logo

বৃহস্পতিবার ২১ নভেম্বর ২০২৪, ০৬ অগ্রহায়ণ ১৪৩১, ১৮ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

তুরস্কের ভূমিকম্পের পর ১,১৪,০০০ মানুষকে উদ্ধার করা হয়েছে: এরদোগান

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২১ ফেব্রুয়ারি, ২০২৩, ১২:৩১ পিএম

তুরস্কের দক্ষিণ-পূর্বাঞ্চলে ভয়াবহ ভূমিকম্পের পর অনুসন্ধান ও উদ্ধার অভিযানের সময় ১ লাখ ১৪ হাজারেরও বেশি মানুষকে উদ্ধার করা হয়েছে, সোমবার হাতায় প্রদেশে সফরকালে প্রেসিডেন্ট রজব তাইয়্যেপ এরদোগান বলেছেন।

প্রেসিডেন্ট স্থানীয় টিভিকে বলেন, ‘পরিষ্কারের কাজ প্রায় শেষের দিকে, ১ লাখ ১৪ হাজার ৮৩৪ জনকে উদ্ধার করা হয়েছে।’

দুটি শক্তিশালী ৭.৭-মাত্রা এবং ৭.৬-মাত্রার ভূমিকম্প ৬ ফেব্রুয়ারি তুরস্কের দক্ষিণ-পূর্বে অবস্থিত কাহরামানমারাস প্রদেশে কেঁপে ওঠে। কম্পন, যার পরে কয়েকশ আফটারশক, সিরিয়া সহ দশটি প্রদেশের পাশাপাশি প্রতিবেশী দেশগুলিতে অনুভূত হয়েছিল।

তুরস্কে ভয়াবহ ভূমিকম্পে মৃতের সংখ্যা ৪১ হাজার ছাড়িয়েছে, তুরস্কের জরুরি ব্যবস্থাপনা সংস্থা (এএফএডি) রোববার জানিয়েছে। সিরিয়ার স্বাস্থ্য মন্ত্রণালয়ের মতে, ভূমিকম্পে অন্তত ১,৪১৪ জন নিহত এবং ২,৩৪৯ জন আহত হয়েছে। সূত্র: তাস।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: তুরস্ক

২৮ ফেব্রুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ