মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
ভূমিকম্পে বাড়িঘর-স্থাপনায় ক্ষয়ক্ষতির জেরে ৬১২ জনের বিরুদ্ধে তদন্ত শুরু করেছে তুরস্ক। এরই মধ্যে আটক করা হয়েছে সন্দেহভাজন ১৮৪ জনকে। ভবন নির্মাণ বিধি লঙ্ঘনের ঘটনায় জড়িত ছিলেন বলে অভিযোগ উঠেছে আটককৃতদের বিরুদ্ধে। খবর আলজাজিরার।
দেশটির বিচার বিষয়ক মন্ত্রী জানিয়েছেন, আটকদের মধ্যে ভবনের মালিক, কন্ট্রাক্টর ও ম্যানেজার রয়েছেন। অপরাধ বিষয়ক মামলা করা হয়েছে তাদের বিরুদ্ধে। তদন্ত চলমান রয়েছে এবং দ্রুতই শুরু হবে তাদের বিচারকাজ।
প্রসঙ্গত, গত ৬ ফেব্রুয়ারি ৭.৮ মাত্রার শক্তিশালী ভূমিকম্প ও দফায় দফায় আফটার শকে কেঁপে ওঠে তুরস্ক-সিরিয়া সীমান্ত। এতে মারা যান ৫১ হাজারের বেশি মানুষ। এরমধ্যে শুধু তুরস্কে প্রাণ গেছে ৪৪ হাজারের ওপর। বিধ্বস্ত ও ক্ষতিগ্রস্ত হয়েছে ১ লাখ ৭৩ হাজার বাড়ি। বাস্তুচ্যুত প্রায় ২০ লাখ মানুষ। সিরিয়ায় প্রাণহানির সংখ্যা সাড়ে ৫ হাজারের বেশি। ক্ষতিগ্রস্ত কমপক্ষে ৮৮ লাখ মানুষ।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।