Inqilab Logo

শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১, ১৭ শাওয়াল ১৪৪৫ হিজরী

হালদা থেকে ১০ হাজার মিটার জাল জব্দ

অনলাইন ডেস্ক | প্রকাশের সময় : ৫ এপ্রিল, ২০২২, ৪:৪৮ পিএম

দেশের একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজননক্ষেত্র হালদা নদীতে মা মাছ রক্ষায় অভিযান চালিয়েছে নৌ পুলিশ। অভিযানে ১০ হাজার মিটার সুতার জাল জব্দ করা হয়েছে। এসময় একটি ডিঙি নৌকা পানিতে ডুবিয়ে দেওয়া হয়।

মঙ্গলবার (৫ এপ্রিল) দুপুর আড়াইটা থেকে সাড়ে তিনটা পর্যন্ত হালদা নদী ও তৎসংলগ্ন মোহনায় নৌ পুলিশ চট্টগ্রাম অঞ্চলের পুলিশ সুপার মোহাম্মদ মোমিনুল ইসলাম ভূইয়ার নেতৃত্বে এ অভিযান চালানো হয়।

তিনি বলেন, অভিযানের সময় হালদা নদীর মোহনার দক্ষিণ পাশে বোয়ালখালী অংশে সুতার জাল পাতানোর সময় একটি ডিঙ্গি নৌকাকে ধাওয়া করলে মাঝি জাল ও ডিঙ্গি নৌকা ফেলে পালিয়ে যায়। পরে ডিঙ্গি নৌকাটি পানিতে ডুবিয়ে দেওয়া হয়। আর প্রায় ১০ হাজার মিটার সুতার জাল মৎস্য কর্মকর্তার সঙ্গে পরামর্শক্রমে পুড়িয়ে ধ্বংস করা হয়। অভিযানে সদরঘাট নৌ পুলিশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা উপস্থিত ছিলেন।

এর আগে ২ এপ্রিল হালদা নদীতে মা মাছ রক্ষায় অভিযান চালিয়েছে নৌ পুলিশ। অভিযানে ৪ হাজার ৫০০ মিটার জাল জব্দ করা হয়েছিল।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: জাল জব্দ


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ