Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ঝালকাঠির সুগন্ধা ও বিষখালী নদীতে অভিযান চালিয়ে জাল ও নৌকা জব্দ

ঝালকাঠি জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ২ মে, ২০২১, ১১:৫৮ এএম

ঝালকাঠিতে সুগন্ধা ও বিষখালী নদীতে অভিযান চালিয়ে নিষিদ্ধ দুই হাজার মিটার কারেন্ট জাল, তিনটি বেহুদী জাল ও একটি মাছধরার নৌকা জব্দ করা হয়েছে। শনিবার সকালে জেলা প্রশাসন ও মৎস্য বিভাগ যৌথ অভিযান চালিয়ে জাল ও নৌকা জব্দ করে। জেলা প্রশাসক কার্যালয়ের নেজারত ডেপুটি কালেক্টর (এনডিসি) আহামেদ হাছান ও জেলা মৎস্য কর্মকর্তা রিপন কান্তি ঘোষ পুলিশের সহযোগিতায় এ অভিযান পরিচালনা করেন।
মৎস্য বিভাগ জানায়, সুগন্ধা ও বিষখালী নদীতে অবৈধভাবে কারেন্ট ও বেহুন্দী জাল দিয়ে মাছ ধরছিল জেলেরা। খবর পেয়ে অভিযান পরিচালনা করা হয়। বিষয়টি টের পেয়ে নৌকা ও জাল ফেলে পালিয়ে যায় জেলেরা। পরে নির্বাহী ম্যাজিস্ট্রেট সুগন্ধা নদীর তীরে জনসম্মুখে জব্দকৃত জালগুলো পুড়িয়ে ফেলেন।
জেলা মৎস্য কর্মকর্তা রিপন কান্তি ঘোষ জানান, জাটকা রক্ষা কার্যক্রমের আওতায় এ অভিযান চালানো হয়েছে। এ অভিযান অব্যহত থাকবে বলেও জানান তিনি।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: জাল জব্দ


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ