Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

হাতিয়ায় আড়াই লাখ মিটার কারেন্ট জাল জব্দ

নোয়াখালী ব্যুরো | প্রকাশের সময় : ২৯ এপ্রিল, ২০২১, ৯:১২ পিএম

নোয়াখালীর হাতিয়ার মেঘনা নদীতে অভিযান চালিয়ে দুই লাখ পঞ্চাশ হাজার মিটার অবৈধ কারেন্ট জাল জব্দ করেছে নৌ-পুলিশ। পরে জব্দকৃত জালগুলো আগুনে ধ্বংস করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার হাতিয়ার কয়েকটি স্থানে এ অভিযান পরিচালনা করা হয়।
পুলিশ জানায়, অবৈধ কারেন্ট জাল জব্দের নিয়মিত অভিযানের অংশ হিসেবে মেঘনা নদীর বিভিন্ন স্থানে অভিযান চালানো হয়। অভিযানকালে সুখচর ইউনিয়নের চরগাসিয়া ও ঢালচর এলাকা থেকে দুই লাখ মিটার কারেন্ট এবং পঞ্চাশ হাজার মিটার চরঘেরা জাল জব্দ করা হয়। যার বাজার মূল্য প্রায় ৭০ হাজার টাকা। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে জেলেরা পালিয়ে যায়।
নলচিরা নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ আকরাম উল্যাহ জানান, জব্দকৃত জালগুলো আগুনে ধ্বংস করা হয়েছে। অবৈধ জালের বিরুদ্ধে আমাদের এ অভিযান অব্যাহত থাকবে।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: কারেন্ট জাল জব্দ
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ