Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

জালে উঠল জীবন্ত ডাইনোসর! মাছ ধরতে গিয়ে হুলুস্থুল কাণ্ড!

অনলাইন ডেস্ক | প্রকাশের সময় : ৪ এপ্রিল, ২০২২, ৪:২৬ পিএম

নদীতে মাছ ধরতে গিয়েছিলেন। জালে যে এত বড় প্রাণী ধরা পড়বে, তা ভাবতেও পারেননি যুবক। তিনি যা ধরলেন, তা না কি 'জীবন্ত ডাইনোসর'।

ঘটনাটি ঘটেছে কানাডার অ্যালবের্তা এলাকায়। সেখানকার বাসিন্দা ব্রেইডেন রউস। সপ্তাহান্তে নদীতে মাছ ধরতে যান তিনি। জাল তুলতেই তার চক্ষুচড়ক গাছ হয়ে য়ায়। তিনি দেখেন, জালে ধরা পড়েছে ৮ ফুট ৬ ইঞ্চি লম্বা একটা দৈত্যাকার মাছ। যার ওজন প্রায় ১৬০ কিলোগ্রাম।

তিনি বলেন, "মাছটাকে তোলার চেষ্টা করে, তখন কোনও মতেই হাত নাড়াতে পারছিলাম না। তখনই বুঝেছে একটা বিশালাকার কিছু জালে ধরা পড়েছে। প্রাণিটার সঙ্গে প্রায় ২৫ মিনিট লড়াই করে ওটাকে ডাঙায় তুলতে পারি আমি।"

এরপর এক মুহূর্তও নদীতে থাকেননি ব্রেইডেন রউস। সঙ্গে সঙ্গে পাড়ে চলে যান এবং এরপর দৈত্যাকার মাছটাকে নদীতেই চেড়ে দেন তারা। মাছটিকে 'জীবন্ত ডাইনোসর' ( Living Dinosaur) বলে দাবি করছেন বিশেষজ্ঞরা। সূত্র: জিনিউজ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: কানাডা


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ