বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
টাঙ্গাইলের সখিপুরে দুই মাদকসেবীকে এক বছর করে কারাদণ্ড ও পাঁচ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার রাত ১১টায় নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফারজানা আলম ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাঁদেরকে এ সাজা দেন। আজ শুক্রবার দণ্ড পাওয়া দুজনকে টাঙ্গাইল কারাগারে পাঠিয়েছে সখিপুর থানা-পুলিশ।সাজা পাওয়া ব্যক্তিরা হলেন, উপজেলার শোলাপ্রতিমা গ্রামের মৃত ওয়াজ উদ্দিনের ছেলে জামাল হোসেন (৩৫) ও ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলার উরবাড়ী গ্রামের মৃত তমিজ উদ্দিনের ছেলে ফজলু মিয়া (৪০)। সখিপুর থানার উপপরিদর্শক (এসআই) ওসমান গণি জানান, গতকাল বৃহস্পতিবার রাত ১০টার দিকে গোপন সংবাদ পেয়ে উপজেলার শোলা প্রতিমা গ্রামে অভিযান চালান ভ্রাম্যমাণ আদালত।এ সময় ওই দুই ব্যক্তিকে মদ্যপ অবস্থায় ও কিছু মাদকদ্রব্যসহ আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ওই দুই ব্যক্তিকে এক বছর করে সাজা ও পাঁচ হাজার টাকা করে জরিমানা করা হয়। জরিমানার টাকা অনাদায়ে আরও এক মাসের সাজা দেওয়া হয়েছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফারজানা আলম উভয়কে সাজা দেওয়ার বিষয়টির সত্যতা নিশ্চিত করে বলেন, জামাল হোসেনের বিরুদ্ধে তাঁর মা মাদক সেবনের অভিযোগ করে কিছুদিন আগে ইউএনওর দপ্তরে অভিযোগ করেছিলেন। গতরাতে গ্রামবাসীর একজন জামালের বিরুদ্ধে অভিযোগ করলে ঘটনাস্থলে গিয়ে এর সত্যতা পাওয়া যায়।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।