বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
নাটোরের সিংড়ায় শবে বরাতের রাতে ছিন্নি বিতরণকে কেন্দ্রে করে জোড়া খুনের মামলায় ৭আসামীর সাত বছর করে কারাদন্ড এবং একজনকে খালাস দিয়েছে আদালত। সাজাপ্রাপ্তদের ১০হাজার টাকা করে জরিমানা ও অনাদায়ে আরো ৬ মাসের কারাদন্ডের আদেশ দেয়া হয়েছে। সোমবার নাটোরের জেলা ও দায়রা জজ আদালতের বিচারক শরিফ উদ্দিন এই রায় ঘোষনা করেন।
আদালত সূত্র জানায়, ১৯৯৪সালের ২৭জানুয়ারী সিংড়া উপজেলার ইটালী ইউনিয়নের মৌগ্রামে শবে বরাতের রাতে ছিন্নি বিতবরণকে কেন্দ্র করে স্থানীয় আক্কাস আলী ও সিকিম প্রামানিনের সাথে কুদ্দুস আলীর সমর্থকদের সংঘর্ষে, কুদ্দুস আলীর সমর্থকদের হামলায় আক্কাস ও সিকিম আহত হয়। পরে আহতদের উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে দু’জনের মৃত্যু হয়। এ ঘটনায় নিহত সিকিমের ছেলে আমির হামজা বাদী হয়ে ১০ জনকে অভিযুক্ত করে সিংড়া থানায় হত্যা মামলা দায়ের করে। দীর্ঘ ২৮বছর ধরে স্বাক্ষ্য গ্রহণ শেষে আদালতের বিচারক সোমবার ৭জনকে সাত বছর করে কারাদন্ড ও একজনকে খালাসের আদেশ দেন। ইতোমধ্যে দুই আসামী মৃত্যুবরণ করেছেন। এসময় আদালতে হাজির ছিলেন অভিযুক্তরা।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।