Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

মেয়েদের নিয়ে ফেরা হলো না সাবিনার

মিরপুরে বাসের ধাক্কায় মা নিহত ও ২ মেয়ে আহত

বিশেষ সংবাদদাতা | প্রকাশের সময় : ৩০ মার্চ, ২০২২, ১২:০৪ এএম

রাজধানীর মিরপুরে দুই মেয়েকে নিয়ে যাওয়ার পথে বাসের ধাক্কায় মোছা. সাবিনা ইয়াসমিন (৩১) নামের এক নারীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় তার দুই মেয়ে ওহী (১০) ও রাহী (৮) আহত হয়েছে। গতকাল মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে মিরপুর-১৪ তে অবস্থিত ডেন্টাল হাসপাতালের সামনে এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার পর সাবিনা ইয়াসমিন ও তার মেয়েদের ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যাওয়া হয়। এখানে কর্তব্যরত চিকিৎসক বেলা আড়াইটার দিকে সাবিনা ইয়াসমিনকে মৃত ঘোষণা করেন। আর দুই মেয়েকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেয়া হয়। পুলিশ এ ঘটনায় বাসটি আটক বা চালককে গ্রেফতার করতে পারেনি।
নিহত সাবিনা ইয়াসমিনের ভাই মামুন বলেন, আমার এক ভাগ্নি বিএন স্কুলের শিক্ষার্থী। আমার বোন দুই মেয়েকে স্কুল থেকে বাসায় নিয়ে যাওয়ার জন্য মিরপুর ১৪ নম্বর ডেন্টাল হাসপাতালের সামনে থেকে ব্যাটারিচালিত একটি রিকশায় ওঠে। হঠাৎ ট্রাস্ট ট্রান্সপোর্টের যাত্রীবাহী একটি বাস ওই ব্যাটারিচালিত রিকশাকে পেছন থেকে ধাক্কা দেয়। এতে আমার বোন অটোরিকশা থেকে ছিটকে পড়ে। তাকে উদ্ধার করে প্রথমে একটি স্থানীয় হাসপাতালে নেয়া হয়। পরে অবস্থার অবনতি হলে তাকে ঢামেক হাসপাতালে নিয়ে আসা হয়। এখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
তিনি জানান, নিহত সাবিনা বিআরবি কলোনির বি-৩৭ নম্বর বাসার দ্বিতীয় তলায় থাকতেন। গ্রামের বাড়ি বগুড়া জেলার সদর থানা এলাকায়। সাবিনার স্বামী মো. শফিকুল ইসলাম নৌ-বাহিনীতে চাকরি করেন। বড় মেয়ে হুমায়রা ইয়াছমিন ওহি বাংলাদেশ নেভি স্কুলে চতুর্থ শ্রেণিতে পড়ে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: মৃত্যু


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ