Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ঝালকাঠিতে মাধ্যমিক শিক্ষা জাতীয়করণসহ ১১ দফা দাবিতে মানববন্ধন

ঝালকাঠি জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ২৩ মার্চ, ২০২২, ৩:৪৮ পিএম

ঝালকাঠিতে মাধ্যমিক শিক্ষা জাতীয়করণ ও বেসরকারি শিক্ষক-কর্মচারীদের ১১ দফা দাবিতে মানববন্ধন করা হয়েছে। বুধবার সকাল ১১টায় জেলা প্রশাসক কার্যালয়ের সামনের সড়কে বাংলাদেশ শিক্ষক সমিতি (বিটিএ) জেলা শাখার উদ্যোগে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। সকাল থেকে দুপুর পর্যন্ত অনুষ্ঠিত মানববন্ধনে জেলার বিভিন্ন মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক-কর্মচারীরা অংশ নেন। এ সময় বক্তব্য দেন সংগঠনের জেলা শাখার সভাপতি তোফাজ্জেল হোসেন, সদর উপজেলা শাখার সভাপতি লস্কর মো. মাসুদ, সাধারণ সম্পাদক সুনিল বরণ হালদার।
মানববন্ধনে বেসরকারি শিক্ষক-কর্মচারীদের ১১ দফা দাবি মেনে নিয়ে অবিলম্বে মাধ্যমিক শিক্ষাকে জাতীয়করণ করার দাবি জানান বক্তারা। পরে একই দাবিতে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি প্রদান করেন শিক্ষক নেতৃবৃন্দ।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: মানববন্ধন

২২ ফেব্রুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ