Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

কাতার রমজান উপলক্ষে ৮ শতাধিক পণ্যের দাম কমালো

অনলাইন ডেস্ক | প্রকাশের সময় : ২৩ মার্চ, ২০২২, ৯:২৩ এএম

অন্য বছরের মতো এবারও ইসলাম ধর্মাবলম্বীদের জন্য পবিত্র রমজান মাসে ৮০০টিরও বেশি পণ্যের দাম কমানোর ঘোষণা দিয়েছে মধ্যপ্রাচ্যের উপসাগরীয় অঞ্চলের দেশ কাতার। মঙ্গলবার এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে দেশটির বাণিজ্য ও শিল্প মন্ত্রণালয়।

মঙ্গলবার এক বিবৃতিতে কাতারের বাণিজ্য ও শিল্প মন্ত্রণালয় বলেছে, ‘পবিত্র রমজান উপলক্ষ্যে ৮ শতাধিক পণ্যের দাম কমানো হয়েছে। আগামী ২৩ মার্চ থেকে রমজান মাস শেষ হওয়ার আগ পর্যন্ত দেশের সবাই এই সুবিধা ভোগ করবেন। কাতারের সব বাজার ও সুপারশপে সরকারের এই আদেশ কার্যকর থাকবে।’

মন্ত্রণালয়ের বিবৃতির বরাত দিয়ে এক প্রতিবেদনে কাতারভিত্তিক সংবাদমাধ্যম দ্য পেনিনস্যুলা অনলাইন জানিয়েছে—রমজান উপলক্ষ্যে মূল্য হ্রাস করা পণ্যসমূহের মধ্যে ময়দা, মধু, সিরিয়েল, কর্নফ্লেক্স, ইয়োগার্ট, দুধ ও ডেইরি সামগ্রী, গুঁড়া দুধ, কন্ডেন্সড মিল্ক, পনির, ফলের রস, চিনি, কফি ও কফিজাত দ্রব্য, খেজুর, মিনারেল ও বোতলজাত পানি, অ্যালুমিনিয়াম ফয়েল, পেপার ন্যাপকিন, ওয়াশিং পাউডার, ট্র্যাশ ব্যাগ, পেস্ট্রি, পাস্তা, চাল, শিম, হিমায়িত শাক-সবজি, মুরগির মাংস ও পোলট্রিজাত দ্রব্য, মাংস, ডিম, টমেটো পেস্ট, চা, ঘি, ইস্ট, লবন, ভোজ্য তেল, ব্যাক্তিগত ও গৃহস্থালি পরিচ্ছন্নতা সামগ্রী প্রভৃতি উল্লেখযোগ্য।

চলতি বছর রমজান মাস শুরু হবে ২ এপ্রিল থেকে।



 

Show all comments
  • মো:+শফিউর+রহমান ২৩ মার্চ, ২০২২, ১০:৪৩ এএম says : 0
    যারা আমাদের দেশের সুনাম ধন্য ব্যবসায়িদের নিয়ে বিরুপ মন্তব্য করতেছেন তারা ব্যবসা কি যানেননা । আরে ভাই মধ্যপ্রাচ্য ব্যবসায়িরাতো বুজেনা যে সারা বৎসরের ব্যবসা রমজান মাষে করা যায় । তাই আমাদের ব্যবসায়িরা রমজান এলে সারা বৎসরের আয় করে সারা বৎসর ঐ আয় দিয়ে বিদেশে বেগম পারা করে আরাম আয়েশে দিন যাপন করে । এটা কি অন্যায় ? আপনার ঘরে বা আমার ঘরে অসুবিদা হলে তাতে ব্যবসয়িদের কি আসে যায় । সবাই বুজতে হবে এটাই হলো ব্যবসার নিয়ম । নিয়মটাতো অমান্য করা যায়না । দেখুননা মালবাহি ট্রাকের পিছনে শত শত মানুষ আনন্দ করতে করতে তাদের প্রয়োজনিয় জিনিশের সামান্নতম পেয়ে কি আনন্দইনা প্রকাশ করে তাইনা । তা হলে বলুন আমরা কত আনন্দে আছি । অতএব সমালোচনা করে ব্যবসায়িদেরকে ছোট করবেননা । সাধু সাবধান ।
    Total Reply(0) Reply
  • মিজান বিন রাজ্জাক ২৩ মার্চ, ২০২২, ৯:৩০ এএম says : 0
    মদীনার সনদে পরিচালিত সরকার আর আমাদের জান্নাতের রড় কামরা বুকিং দেয়া ব্যবসায়ীগণ রমজানে দাম বাড়ানোর জন্য এক পায়ে দাড়িয়ে থাকে। হায়রে বাংলাদেশ। আঠারো কোটি বাংগালীর বিদগ্ধ জননী রেখেছ বাংগালী করে মানুষ করো নি।
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: কাতার


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ