মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
ভয়াবহ বিমান দুর্ঘটনা। মাঝ আকাশে ১৩৩ জন যাত্রী নিয়ে ভেঙে পড়ল চীনের যাত্রীবাহী বিমান। গতকাল দুপুরে দক্ষিণ চীনের গুয়াংঝাউ প্রদেশের দুর্গম এলাকায় দুর্ঘটনাটি ঘটে। বিমানটি ভেঙে পড়া মাত্র পাহাড়ের জঙ্গলে আগুন ধরে যায়। কিন্তু এই দুর্ঘটনায় হতাহতের খবর এখনও স্পষ্ট নয়। তবে মনে করা হচ্ছে, বিমানের আর কেউই জীবিত নেই।
জানা গিয়েছে, গতকাল সোমবার কানমিং থেকে গুয়াংঝাউ আসছিল ৭৩৭ বোয়িং বিমানটি। সেই সময় গুয়াংঝি প্রদেশে আচমকাই একটি পাহাড়ের ওপর ভেঙে পড়ে সেটি। তবে দুর্ঘটনার কারণ এখনও অজানা। চীনের প্রশাসনের তরফেও এ নিয়ে কোনও প্রতিক্রিয়া দেয়া হয়নি। শেষ পাওয়া খবর অনুযায়ী, উদ্ধারকার্য চলছে যুদ্ধকালীন তৎপরতায়। তবে যাত্রীদের বেঁচে থাকার আশা ক্ষীণ।
এদিকে বিমানটি ভেঙে পড়তেই পাহাড়ে ভয়াবহ আগুন ধরে যায়। টুইটারে ভাইরাল হয়েছে সেই ছবি। জানা গিয়েছে, দুর্ঘটনার কবলে পড়া ৭৩৭ বোয়িং বিমানটি ছয় বছরের পুরনো। এদিন দ্য চায়না ইস্টার্স সংস্থার বিমানটি বেলা ১টা ১০ মিনিট নাগাদ কানমিং থেকে রওনা দিয়েছিল। ৩টা ৫ মিনিট নাগাদ গন্তব্যে পৌঁছনোর কথা ছিল। কিন্তু দুপুর ২টা ২২ মিনিটের পর থেকে বিমানটির গতিবিধি আর ট্র্যাক করা যায়নি।
প্রসঙ্গত, শেষবার ২০১০ সালে ভয়াবহ দুর্ঘটনার কবলে পড়েছিল চীনের একটি বিমান। সেখানে থাকা ৯৬ জনের মধ্যে ৪৪ জন যাত্রীর মৃত্যু হয়েছিল। তবে গত দশকে চীনের বিমানের নিরাপত্তা বিশ্বের মধ্যে অন্যতম সেরা। তার পরেও কীভাবে এই দুর্ঘটনা ঘটল তা ভাবাচ্ছে ওয়াকিবহাল মহলকে। সূত্র : নিউইয়র্ক টাইমস।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।