Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

রাশিয়ার সঙ্গে আর্থ-বাণিজ্যিক সহযোগিতা চালাবে চীন

অনলাইন ডেস্ক | প্রকাশের সময় : ২১ মার্চ, ২০২২, ৪:১৪ পিএম

আজ (সোমবার) চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ওয়াং ওয়েন পিন নিয়মিত এক সাংবাদিক সম্মেলনে বলেন, সমতা, পারস্পরিক সম্মান ও কল্যানের ভিত্তিতে রাশিয়ার সঙ্গে আর্থ-বাণিজ্যিক সহযোগিতা চালাবে চীন।

রাশিয়ার অভ্যন্তরীণ অর্থনীতি ও বৈদেশিক বাণিজ্য এখন বড় সমস্যার সম্মুখীণ হচ্ছে। তাই রাশিয়ার গুরুত্বপূর্ণ সহযোগি ও অংশীদার হিসেবে চীন কী ধরনের অর্থনৈতিক সমর্থন বা সহায়তা দেবে?- এ প্রশ্নাত্তরে এ কথা বলেন মুখপাত্র।

এদিকে, ফ্রান্স রাশিয়ার কেন্দ্রীয় ব্যাংকের ২২০০ কোটি ইউরো ফ্রিজ করেছে। গতকাল (রোববার) ফ্রান্সের অর্থমন্ত্রী এ তথ্য জানান।

তিনি আরও জানান, ফ্রান্সের বিভিন্ন সংস্থায় রুশ নাগরিকদের বিনিয়োগকৃত প্রায় ১৫০০০ কোটি ইউরোও ফ্রিজ করা হয়েছে। এ ছাড়া, ফ্রান্সে ৩০ জন রুশ নাগরিকের ৫০ কোটি ইউরো মূল্যের আবাসন-সম্পদও ফ্রিজ করা হয়েছে। সূত্র: সিআরআই।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: চীন


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ