মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
ইউরোপের বর্তমান পরিস্থিতিতে চীন ও উন্নয়নশীল দেশগুলোর অভিন্ন অবস্থান ও উদ্বেগ রয়েছে।
গতকাল রোববার চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই আনহুই প্রদেশের টুন সি শহরে আলজেরিয়ার পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে এক বৈঠকের পর এক সাংবাদিক সম্মেলনে এ কথা বলেছেন।
ওয়াং ই বলেন, সম্প্রতি তিনি অনেক এশীয় ও আফ্রিকান দেশের পররাষ্ট্রমন্ত্রীদের সঙ্গে মতবিনিময় করেছেন। বিশ্বের বেশ কিছু দেশ চীনের মতো ইউক্রেন সংকটের ওপর গুরুত্বারোপ করছে। সবাই একমত যে, জাতিসংঘ সনদের নীতি অনুসরণ করতে হবে। শান্তিপূর্ণ উপায়ে সংকট সমাধান করা উচিত। সংশ্লিষ্ট পক্ষগুলোকে যুদ্ধবিরতি বাস্তবায়ন করতে হবে।
ওয়াং ই বলেন, ইউক্রেন সংকট আঞ্চলিক নয়, বরং বর্তমানে তার প্রভাব সারা বিশ্বে ছড়িয়ে পড়েছে। এ বিষয়ে উন্নয়নশীল দেশসহ চীনের অভিন্ন অবস্থান ও উদ্বেগ রয়েছে। প্রথমত: সবাই একমত যে, যুদ্ধ কিম্বা শাস্তি আরোপ নয়, বরং বৈঠক ও সংলাপই বর্তমান সমস্যা সমাধানের মূল উপায়। দ্বিতীয়তঃ বিশ্ব অর্থনীতি পুনরুদ্ধারের প্রবণতা নষ্ট করা যাবে না।
তৃতীয়ত: সবদেশের স্বাধীনভাবে নিজের কূটনৈতিক নীতি নির্ধারণ করার স্বাধীনতা রয়েছে। কোনো দেশকেই কারো পক্ষে বা বিপক্ষে দাঁড়াতে বাধ্য করা উচিত নয়। সূত্র: সিআরআই।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।