মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
ইউক্রেনের পূর্বাঞ্চলীয় দনবাসে কথিত ‘গণহত্যা’ বন্ধ করাই দেশটিতে ‘বিশেষ সামরিক অভিযান’ চালানোর লক্ষ্য বলে দাবি করেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। খবর দ্য মস্কো টাইমসের।
মস্কোর লুঝনিকি স্টেডিয়ামে গতকাল শুক্রবার এক আবেগপূর্ণ ভাষণে পুতিন দাবি করেন, দনবাসের জনগণকে ‘গণহত্যা’ থেকে রক্ষা করাই ইউক্রেনে রুশ অভিযানের লক্ষ্য।
পুতিন আরও বলেন, ওই অঞ্চলকে নাৎসিমুক্ত করতেই রাশিয়ার সেনারা সেখানে অভিযান চালাচ্ছেন।
পুতিন বলেন, ‘ওখানে যা হচ্ছিল, তা আসলে গণহত্যা। সেটি থামানোই এ বিশেষ অভিযানের লক্ষ্য।’
গত ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে রুশ আগ্রাসন শুরুর কয়েক দিন আগে ইউক্রেনের দনবাসের স্বঘোষিত দোনেৎস্ক ও লুহানস্ক প্রজাতন্ত্রকে স্বাধীন দুটি রাষ্ট্রের স্বীকৃতি দেন ভ্লাদিমির পুতিন। ওই দুই স্বঘোষিত প্রজাতন্ত্রে ব্যাপক গোলাবর্ষণের পর ইউক্রেনে ‘বিশেষ সামরিক অভিযান’ শুরুর নির্দেশ দেন রুশ প্রেসিডেন্ট। সূত্র : দ্য মস্কো টাইমস
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।